শেষ আপডেট: 4th October 2023 23:28
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মিড ডে মিলের রান্নাঘরে ঢুকে পড়েছিল অসুস্থ কুকুর। এই কারণে শিকয়ে উঠল রান্না। ডামাডোলে বুধবার খাবার পেল না পড়ুয়ারা। এমন ঘটনায় সালানপুরে ধুন্দাবাদ গোপালপুর ফ্রি প্রাথমিক স্কুলে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা।
মঙ্গলবার স্কুল ছুটির পর তালা লাগিয়ে চলে গিয়েছিলেন স্কুলের শিক্ষক। বুধবার স্কুল খুলতেই শিক্ষক দেখেন রান্নাঘরের মেঝেতে চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। একটি অসুস্থ কুকুর সেখানে ঘোরাঘুরি করছে। কুকুরটি শরীরের ঘা। দুর্গন্ধে টেকা যাচ্ছে না। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে জড়ো হন গ্রামবাসীরা। স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুব্রত অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে থাকেন।
তাঁদের অভিযোগ, এই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের গাফিলতিতে এই অবস্থা। কখন তিনি বিদ্যালয়ে তালা লাগিয়ে যেতে ভুলে যান, আবার কখনও রান্নাঘরের জানলা বন্ধ করতে ভুলে যান। ওই কুকুর জানলা দিয়ে স্কুলে ঢুকেছিল বলে তাঁদের দাবি।
অভিভাবকরা জানিয়েছেন, ছোট ছোট শিশুরা পড়াশুনা করে এই স্কুলে। দুপুরে খাবারও খায়। রান্নাঘর এমন অস্বাস্থ্যকর অবস্থায় থাকলে সেখানে রান্না করা খাবার খেয়ে শিশুরা অসুস্থ হতে পারে।
পরে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুব্রত অধিকারী তাঁর ভুল স্বীকার করে নেন। গ্রামবাসীদের কথা মেনে স্কুলে মিডডে মিলের রান্নাও বন্ধ রাখতে হয় তাঁকে। পুড়ুয়াদের শুকনো খাবার বিলি করা হয় । স্কুলের রান্নাঘর স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে।