শেষ আপডেট: 12th March 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৪ মার্চ শুক্রবার দোলযাত্রা (Dol festival)। প্রতিবারের মতো এবারও দোল উৎসবকে (Kolkata Metro)কেন্দ্র করে কলকাতা মেট্রো ওই দিন ব্লু ও গ্রীন লাইনে তুলনামূলকভাবে অনেক কম ট্রেন চালাবে। একই সঙ্গে অরেঞ্জ ও পার্পল লাইনে ওই দিন কোনও মেট্রো চলবে না।
সাধারণত, সকালের প্রথম মেট্রো চালু হয় ৬টা ৫০ মিনিটে। তার পরিবর্তে দোলের দিন ব্লু লাইনে প্রথম মেট্রো চলবে দুপুর আড়াইটেয়। নোয়া পাড়া থেকে কবি সুভাষ বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সাধারণ দিনে যেখানে ২৬২টি মেট্রো চলে সেখানে দোলের দিন আপ ও ডাউন লাইনে সাকুল্যে ৬০টি ট্রেন চলবে।
একইভাবে গ্রিন লাইন-১ অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ রুটে ১০৬টি ট্রেনের বদলে চলবে ২২টি ট্রেন। গ্রিন লাইন-১ এ দুপুর ৩টে থেকে ৩০ মিনিট অন্তর রাত ৮টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।
অন্যদিকে গ্রিন লাইন-২ অর্থাৎ এসপ্ল্যানেড – হাওড়া ময়দান রুটে দোলের দিন দুপুর ৩টে থেকে ৩০ মিনিট অন্তর রাত ৮টা পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। ওই দিন ১৩০টি ট্রেনের বদলে ৪২টি ট্রেন চলবে। তবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত অরেঞ্জ লাইন এবং জোকা থেকে তারাতলা পার্পল লাইন পর্যন্ত কোনও মেট্রো চলবে না।