শেষ আপডেট: 4th July 2024 20:51
দ্য ওয়াল ব্যুরো: লেডিস স্পেশ্যালে ওঠার দিন শেষ! লোকাল ট্রেনের মহিলা কামরা তো বটেই। উঠলেই এবার কড়া জরিমানার মুখে পড়তে হবে পুরুষদের। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
নিত্যদিন লেডিস কামরা, এমনকি লেডিস স্পেশ্যালে উঠে পড়েন কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পিয়েতা ভট্টাচার্য নামে এক আইনজীবী। এদিন আদালতে তাঁর অভিযোগ, এ ব্যাপারে রেলের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি।
রেলের তরফে পাল্টা দাবি করা হয়, সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি অফিসারের কাছে অভিযোগ জানানোর কথা। এক্ষেত্রে মামলাকারী সঠিক জায়গায় অভিযোগ করেননি।
একই সঙ্গে রেলের তরফে জানানো হয়, এ ব্যাপারে নিয়মিত নজরদারিও চালানো হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে ২৮৭৭ জনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
পরিসংখ্যান শুনে চমকে ওঠেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। বেঞ্চের পর্যবেক্ষণ, মাত্র ৬ মাসের সংখ্যা থেকে স্পষ্ট এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে। যা বন্ধ হওয়া দরকার।
এরপরই রেল কর্তৃপক্ষকে প্রতিনিয়ত কড়া নজরদারির নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চের নির্দেশ, যারা আইন ভেঙে মহিলা কামরায় উঠবেন, তাঁদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সতর্ক করার জন্য প্রতিটি স্টেশনে প্রতিনিয়ত এ ব্যাপারে ঘোষণা করার কথাও রেলকে বলেছে আদালত।
যদিও পুরুষ যাত্রীদের একাংশের অনুযোগ, লেডিস স্পেশ্যাল খালি যায়। এদিকে অনেকক্ষণ পর পর ট্রেন। তাই আরপিএফকে বলেই তাঁরা লেডিস স্পেশ্যালে ওঠেন। পাল্টা যুক্তিও উঠে আসছে। মহিলাদের বক্তব্য, এখনকার প্রতিটি ট্রেনে লেডিস বগিতে এও লেখা থাকে, পুরুষের ওঠা নিষেধ। তা সত্ত্বেও অনেকে জোর করে ওঠেন।