শেষ আপডেট: 25th September 2023 12:44
দ্য ওয়াল ব্যুরো: পুদুচেরি, নাগাল্যান্ড ও মেঘালয়ের নতুন দলীয় সভাপতি ঘোষণা করল বিজেপি (Meghalaya BJP President)। এরমধ্যে মেঘালয়ে সভাপতি পদে একজন মুসলিম নেতাকে বসিয়ে চমক দিয়েছে পদ্ম শিবির। মেঘালয়ের নতুন সভাপতি হলেন রিকমন মোমিন (Rikmon Momin)। পুদুচেরি ও নাগাল্যান্ডের সভাপতি করা হয়েছে যথাক্রমে এস স্লেগনাবথি এবং বেঞ্জামিন এপথোমিকে।
মেঘালয়ে বিজেপির সভাপতি ছিলেন আর্নেস্ট মারবি। তাঁর তিন বছরের মেয়াদকাল কিছুদিন আগেই শেষ হয়েছে। তাঁকে ওই পদে রাখা হবে কিনা, তা নিয়ে দলে জল্পনা চলছিল। দলীয় সূত্রের খবর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পরামর্শে মোমিনকে (Rikmon Momin) সভাপতি করা হল। মারবি হলেন খ্রিস্টান।
বিজেপিতে রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে অতীতে কোনও মুসলিম নেতাকে বসানো হয়নি। বহু বছর আগে সিকন্দর বখত বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি ছিলেন। তিনি মারা যাওয়ার পর দলের ওই পদে একাধিক খ্রিস্টান নেতাকে বসিয়েছে পদ্ম শিবির। কোনও মুসলিম নেতার আর স্থান হয়নি। রাজ্য সভাপতি পদেও এই প্রথম কোনও মুসলিম নেতা জায়গা পেলেন।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করল প্রতারকরা! চন্দ্রকোণার পঞ্চপাণ্ডব খোয়ালেন লক্ষাধিক টাকা