শেষ আপডেট: 29th July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্স থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাঁচ রাফাল উড়িয়ে এনেছেন বায়ুসেনার পাঁচ পাইলট। আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এই পাইলটদের অভিনন্দন জানিয়েছেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। পাঁচটি রাফাল জেটের তিনটি ছিল তিন আসনের ও দু’টি দুই আসনের। সোমবার ফ্রান্স থেকে যাত্রা শুরু করার পরে আবু ধাবির আল ধাফরা এয়ার বেসে সাময়িক বিরতি নেন পাইলটরা। মাঝ আকাশে জ্বালানিও ভরা হয়। এই জ্বালানি ভরার প্রশিক্ষণ ফ্রান্স থেকেই নিয়েছেন বায়ুসেনার পাইলটরা। গতকাল, বুধবার বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ হরিয়ানার আম্বালা এয়ারবেসে ল্যান্ড করে পাঁচ ফাইটার জেট। বায়ুসেনার যে পাইলটরা রাফাল উড়িয়ে এনেছেন তাঁদের প্রত্যেকেরই গর্বের ইতিহাস আছে।