শেষ আপডেট: 26th September 2023 05:16
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় বড়সড় চমক দিতে চলেছে ই-কমার্স সংস্থা মিসো (Meesho)। কিছুদিন আগেই প্রায় ১৫০ কর্মী ছাঁটাই করেছিল এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম। কিন্তু উৎসবের মরসুমে একেবারে দরাজ হাতে চাকরির সুযোগ আনল মিসো।
মিসোর (Meesho) চিফ এক্সপিরিয়েন্স অফিসার সৌরভ পাণ্ডে বলেছেন, "পুজোর সময় আমরা চাকরির সুযোগ আনছি। আমাদের সংস্থার বিভিন্ন পদে নিয়োগ শুরু হবে। অন্তত পাঁচ লাখ যোগ্য প্রার্থীকে চাকরি দিতে চলেছি আমরা।"
দিল্লি আইআইটির প্রাক্তনী ভিদিত আত্রে ও সঞ্জীব বার্নওয়াল মিলে ২০১৫ সালে সোশ্যাল ই-কমার্স প্ল্যাটফর্ম মিসো শুরু করেছিলেন। ডিসেম্বর মাসে পথচলা শুরু করেছিল সংস্থাটি। বাজার ধরতে তিনটি পিলারের উপর ভরসা রেখেছিল মিসো। সরবরাহকারী, রিসেলার ও কাস্টমার। এখানে সরবরাহকারীর কাছ থেকে রিসেলাররা জিনিস কেনেন ও তা শেষে কাস্টমারদের দেওয়া হয়। বর্তমান ফ্লিপকার্ট ও আমাজনের মতো বিগ ব্র্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গেও পাল্লা দিচ্ছে মিসো। নিজেদের জিনিসের দাম কম করেই মার্কেট ধরতে চাইছে এই সংস্থাটি। অন্য ই-কমার্স সংস্থার তুলনায় এই সাইটে জিনিসপত্রের দাম অনেক কম। পাশাপাশি প্রায় সবসময়েই অফারের সুবিধা পান গ্রাহকেরা।
আরও পড়ুন: ৬ বছর কাজ করার পর চাকরি গেল গুগল কর্মীর! আচমকা ছাঁটাইয়ের মেল পেয়ে দিশাহারা