শেষ আপডেট: 14th February 2024 20:02
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তিন বছরের মাথায় ফের একবার চমকে উঠলেন পটাশপুর থানার চিস্তিপুর গ্রামের বাসিন্দারা। উপলক্ষ সেই গৌতম গুছাইত। বুধবার সরস্বতী পুজোর সকালে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে দাপিয়ে বেরিয়ে গোটা গ্রামে আতঙ্ক সৃষ্টি করে গৌতম। সেই ঘটনাতেই তিন বছর আগের স্মৃতি ফিরল চিস্তিপুরে।
২০২১ সালের ১৯ মার্চ। আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়ে এক যুবক! নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় সিংহের হামলায় পায়ে চোট পেলেও পরে সুস্থ হয়েই বাড়ি ফিরেছিল সে। কাণ্ডটি করেছে তাদের গ্রামের গৌতম, জানতে পেরে শিহরিত হয়েছিলেন চিস্তিপুর গ্রামের মানুষ। সেই গৌতমই ‘ভ্যালেন্টাইন্স ডে’-র সকালে স্ত্রীকে কাটারি দিয়ে খুন করে বলে অভিযোগ। স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গ্রামের রাস্তাতেও ঘুরে বেড়ায় সে।
গৌতমের দাদা উত্তম গুছাইত বলেন, ‘‘তিনবছর আগে ভাই যখন সিংহের খাঁচায় ঢুকে পড়েছিল, সেই সময় ওর মানসিক অবস্থা ঠিক ছিল না। তবে পরে সুস্থ হয়ে যায়।’’ সেই গৌতমই যে এমন করবে স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌতম ও ফুলরানির একই সন্তান। ক্লাস ফাইভের পড়ুয়া। ট্রেনে হকারি করে সংসার চলত তাদের। উত্তমের দাবি, দাদার পরিবারে অশান্তি ছিল না। তিনি বলেন, ‘‘কোন পরিবারে স্বামী-স্ত্রীর অশান্তি না হয়! আর পাঁচটা পরিবারের মতোই সব স্বাভাবিক ছিল। কিন্তু ভাইয়ের এমন রূপ দেখতে হবে কল্পনাও করতে পারিনি।’’
প্রতিবেশীরা জানাচ্ছেন, বাড়িতেই নানারকম ভাজাভুজি করে বিক্রি করতেন। বুধবারও নিজেদের ঝুপড়ির বাইরে এমনই কিছু বানানোর সময় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। সেই সময় বাড়ির ভিতর থেকে কাটারি নিয়ে এসে স্ত্রীর গলায় বসিয়ে দেন গৌতম। বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকা গৌতমকে প্রচণ্ড চিৎকার করতে দেখে সবাই চমকে ওঠেন। তখনই দেখা যায় এক হাতে স্ত্রীর কাটা মাথা, অন্য হাতে ধারাল কাটারি নিয়ে গর্জন করছে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “পটাশপুরে স্ত্রীর মুন্ডু কেটে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’’