শেষ আপডেট: 4th May 2018 06:42
রাতে দ্বারভাঙা পবন এক্সপ্রেসে বেজায় নাক ডাকাচ্ছিলেন এক যাত্রী। তাতে ঘুম হচ্ছিল না বাকিদের। সেই নিয়ে বাঁধল ঝগড়া। তা থেকে হাতাহাতি হওয়ার উপক্রম। শেষকালে সুবুদ্ধি জাগল কয়েকজনের মাথায়। তারা প্রস্তাব দিল, আমরা বরং পালা করে ভদ্রলোককে জাগিয়ে রাখি। পালা করে আমাদের মধ্যে একজন তাঁর সঙ্গে গল্প করবে। বাকিরা ঘুমোবে সেই সময়ে। ভদ্রলোকের নাম রামচন্দ্র। তাঁকে টানা ছয় ঘন্টা জাগিয়ে রাখলেন সহযাত্রীরা। টিকিট চেকার গণেশ বিরহা সেই কামরায় ঢুকে দেখলেন এক যাত্রীকে জাগিয়ে রেখেছে অন্যরা। তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এর বিরুদ্ধে আর পি এফের কাছে নালিশ করতে চান? রামচন্দ্র বললেন, না। রাত জেগে গল্প করতে করতে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। তাঁদের নামে নালিশ করতে চাই না।