শেষ আপডেট: 22nd September 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই এবার কল্যাণী মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে মারধর আর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়ে অভিযোগকারী বলেন, কয়েকজন ছাত্রনেতা আচমকা দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে প্রথমে বিছানা তছনছ করেন। সেই মুহূর্তে বাধা দিতে গেলে ওই তৃনমূল ছাত্রনেতা নাকে ঘুষি মারেন। তিনি বলেন, এর আগে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে মতবিরোধের জন্য তাঁকে ভয় দেখানো হয়েছিল। পরে মারধর করা হয়। হুমকি দেওয়া হয়, ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়া হবে।
তাঁর আরও অভিযোগ, এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হলে সেই অভিযোগপত্র প্রত্যাহার করার জন্য কলেজের অধ্যক্ষ তাঁকে জোরাজুরি করেন।
যদিও ছাত্রনেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদেরই একজন বলেছেন, আর্জি করের পরিস্থিতির সুযোগ নিয়ে এহেন আচরণ করছেন ওই ডাক্তারি পড়ুয়া।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৮ এপ্রিল। ওই দিন কল্যাণী মেডিক্যাল কলেজের সমাবর্তন অনুষ্ঠান ছিল। তৃণমূল ছাত্রপরিষদের একাংশ সেই অনুষ্ঠান বয়কট করে। আর অন্যদিকে এই অনুষ্ঠানের পক্ষে ছিলেন এই ডাক্তারি পড়ুয়া। তাঁরই নেতৃত্বে মহড়া চলাকালীন হঠাৎ হোস্টেলের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন কয়েকজন। সেখানেই ডাক্তারি ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ। শাসানো হয় এই বলে যে, ‘আরও পাঁচ বছর কলেজে থাকতে হবে। আমাদের বিরুদ্ধে গিয়ে কী করে থাকিস দেখব’।
ঘটনার পরপরই কলেজের অধ্যক্ষকে ফোন করে গোটা ঘটনা জানালে তিনি নাকি সবটা মিটিয়ে নিতে বলেন। এমনই অভিযোগ করেছেন চিকিৎসক ছাত্রী।
অন্যদিকে যে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ তাঁর কথায়, তিনি এমন ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন। তাঁকে অপদস্ত করতেই এসব বলা হয়েছে। আর কলেজের অধ্যক্ষ বলছেন, ছেলে-মেয়েদের মধ্যে ঝামেলা হচ্ছিল। পরে সব মিটিয়ে নেওয়ার কথাও বলে দুই পক্ষ। তিনি কোনও জোরাজুরি করেননি।