শেষ আপডেট: 27th January 2025 09:46
দ্য ওয়াল ব্যুরো: সরকারি কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগে এবার সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
সূত্রের খবর, সুবর্ণবাবু ছাড়াও চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য এবং মানস গুমটার বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কাউন্সিল। প্রসঙ্গত, এই চার চিকিৎসককেই আরজি কর আন্দোলনে দেখা গিয়েছিল। স্বভাবতই প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম।
প্রসঙ্গত এর আগে অন্য এক জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া ও কিঞ্জল নন্দকে তলব ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। আসফাকুল্লার বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির অভিযোগে তাঁর কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে পিজিটি হিসেবে কত টাকা স্টাইপেন্ড পেতেন কিঞ্জল, তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সল। এবার তাঁদের স্ক্যানারে চারজন সিনিয়র চিকিৎসক।
যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, "প্রতিবাদ করলেই প্রতিহিংসা, এই সরকারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। আইনি পথেই এর মোকাবিলা করব।"
কী অভিযোগ আনা হয়েছে চার চিকিৎসকের বিরুদ্ধে? জানা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন দাবিতে মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখিয়েছিল ডক্টরস ফ্রন্ট। নেতৃত্বে ছিলেন সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসক। ওই ঘটনায় সরকারি কাজে বাধা দান-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে এ ব্যাপারে মেডিক্যাল কাউন্সিলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।