শেষ আপডেট: 11th March 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: ফি-বছর ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের (Matua Mahasangh) মেলা অনুষ্ঠিত হয়। তবে এবারে সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দু'পক্ষের বিবাদের জেরে মেলা হবে কিনা, তা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
ওই মামলায় মতুয়া মহাসঙ্গের জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানান, মেলার অনুমতি কার রয়েছে তা নিয়ে বক্তব্য জানাবেন সভাধিপতি। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
জানা যাচ্ছে, আগামী ২৭ মার্চ ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্গের মেলা রয়েছে। প্রতি বছর জেলাশাসকের সঙ্গে আলোচনা করে জেলা পরিষদের সভাধিপতি ওই মেলার অনুমতি দেন।
এবছর মেলার অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর বক্তব্য, মেলা করার অধিকার তাঁদের রয়েছে। রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, মেলা নিয়ে কোনও আপত্তি নেই। সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দু'পক্ষের মধ্যে বিবাদ রয়েছে। এরপরই মেলা নিয়ে জেলা পরিষদের সভাধিপতির বক্তব্য জানতে চেয়েছে আদালত।