শেষ আপডেট: 31st October 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে ডানকুনির একটি ওষুধের গুদামে আগুন লাগে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গুদামের একাংশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন।
স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর ৫ টা নাগাদ ডানকুনিতে দিল্লি রোডের পাশে একটি ওষুধ ও রাসায়নিকের গুদামে আগুন দেখতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দমকলের ৭ টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। এই প্রতিবেদনটি লেখার সময় অর্থাৎ সকাল ৯ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোযাঁয় ঢেকেছে গোটা এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময়ে গুদামের ভিতরে বেশ কয়েক জন কর্মী ছিলেন। দ্রুত তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এরপরই দমকল এবং ডানকুনি থানায় খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামের একাংশ পুরো ভেঙে ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে স্থানীয়রা বাসিন্দারা হাত লাগান। পরে দমকলকর্মীরা পৌঁছে শুরু হয় আগুন নেভানোর কাজ। কয়েক ঘণ্টার চেষ্টাতেও আগুন নেভানো যায়নি। এদিকে সাতসকালে ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।