শেষ আপডেট: 5th June 2023 06:46
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত সাড়ে ১০টা। হঠাৎই তুমুল মারামারিতে তপ্ত হল গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়। নিরাপত্তারক্ষী বনাম ছাত্রদের সেই মারামারির খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। তারপর নিরাপত্তারক্ষী ও ছাত্র মিলিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেটার নয়ডার ইকোটেক-১ থানার পুলিশ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, হোস্টেলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। জানা গিয়েছে, হোস্টেলে একদল ছাত্র রবিবার রাতে ধূমপান করছিল। বেসরকারি নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দিতে গেলেই বচসা শুরু হয়।
তারপর তা গড়ায় হাতাহাতিতে। ভিডিওতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উঠোনে কার্যত যুদ্ধ চলছে। কমনরুম থেকে ব্যাট, উইকেট নিয়ে মারামারি শুরু করে ছাত্ররা। পাল্টা বাঁশ হাতে ছাত্রদের পেটায় নিরাপত্তারক্ষীরাও। গোটা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা নিরাপত্তারক্ষীরা একজায়গায় চলে আসেন। যে ছাত্ররা হোস্টেলের ঘরে ছিলেন তাঁরাও নেমে আসেন চিৎকার চেঁচামেচি শুনে।
তবে এই ৩৩ জনের মধ্যে কত জন নিরাপত্তারক্ষী আর কত জন ছাত্র তা এখনও স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হোস্টেলে ধূমপান নিষিদ্ধ। নিরাপত্তারক্ষীরা সেটাই বলতে গিয়েছিলেন। কিন্তু একদল ছাত্র তাঁদের উপর চড়াও হয়। ফুটেজ দেখে দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রক্তমাখা কবিতার খাতা, করমণ্ডল দুর্ঘটনায় ভাইরাল ছবি দেখে চোখে জল নেটিজেনদের