শেষ আপডেট: 16th November 2022 13:15
দ্য ওয়াল ব্যুরো: দেশে ক্রমশই কমছে করোনা-আক্রান্তের (Covid 19) সংখ্যা। তার মধ্যেই মঙ্গলবার বিমানে মাস্ক (mask) ব্যবহারের বিষয়ে নয়া নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (civil aviation ministry)।
এতদিন পর্যন্ত অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। কিন্তু মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন থেকে বিমানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক নয়। যদিও যাত্রীদের তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে মন্ত্রকের তরফে।
এয়ারলাইন্সগুলিকে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সর্বশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, 'এখন থেকে বিমানের ভিতর ঘোষণার ক্ষেত্রে শুধুমাত্র এটুকু উল্লেখ করা যেতে পারে যে, কোভিড-১৯ দ্বারা সৃষ্ট ভীতির কারণে সকল যাত্রীর মাস্ক ব্যবহার করা উচিত।'
বিমান পরিবহণ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, বিমানের ভিতরের ঘোষণায় মাস্ক না পরলে কোনওরকম জরিমানার কথাও ঘোষণা করা যাবে না।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যাক্টিভ করোনা-আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের মাত্র ০.০২ শতাংশ। সুস্থতার সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৭৯ শতাংশে। এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হওয়ার পরেও সুষ্ঠ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লক্ষ ২৮ হাজার ৫৮০ জন। মৃত্যুহার কমে হয়েছে ১.১৯ শতাংশ।
রাজ্যজুড়ে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ গাইডলাইন স্বাস্থ্য দফতরের, বৈঠক স্বাস্থ্যকর্তাদের সঙ্গে