শেষ আপডেট: 14th November 2021 05:34
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) জঙ্গি হামলায় (Terror Attack) মৃত কর্ণেল বিপ্লব ত্রিপাঠি ব্যক্তিগত জীবনে ছিলেন খুবই নম্র ও ভদ্র। তাঁর ব্যবহারে খুশি শুধু তাঁর অধীনস্থরাই নন, পাশাপাশি এলাকার মানুষের বিপদে আপদেও ছুটে যেতেন তিনি।
স্থানীয় সূত্রে উঠে এসে তাঁর জীবনের নানান অজানা গল্প। স্বাধীনতা সংগ্রামী দাদুর অনুপ্রেরণাতেই সেনা জীবনে আসা বিপ্লবের। ছোট থেকেই সেনাদের প্রতি ছিল তাঁর অসম্ভব শ্রদ্ধা। যা তাঁকে ধীরে ধীরে টেনে আনে এই জীবনে। বিপ্লব ত্রিপাঠির কাকার স্মৃতিচারণায় উঠে আসে এমন তথ্য।
জন্মসূত্রে বিপ্লব ত্রিপাঠি ছত্তিশগড়ের রায়গড়ের মানুষ। পিতা সুভাষ ত্রিপাঠি এক বর্ষীয়ান সাংবাদিক। হিন্দি দৈনিকে কাজ করেন তিনি। মা আশা ত্রিপাঠি একজন অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। দিওয়ালির ছুটি কাটাতে বিপ্লবের পরিবার পৌঁছে গিয়েছিলেন মণিপুরে। শেখানেই সবার সঙ্গে মেতে ছিলেন তিনি।
আরও পড়ুন: বাড়ল কি শহরে পেট্রল-ডিজেলের দাম? জানুন রবিবারের কলকাতায় দাম কত?
জাতীয় নিরাপত্তা অ্যাকাডেমি থেকে স্নাতক পাশ করে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ভর্তি হন বিপ্লব ত্রিপাঠি। এরপর দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন তিনি। তবে যেখানেই গেছেন নিজের ব্যবহার ও স্বভাবের কারণে মন জয় করে নিয়েছেন সবার।
শনিবার মণিপুরে এই বিপ্লব ত্রিপাঠির কনভয়েই হামলা চালায় দুষ্কৃতীরা। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অনুজা ও পাঁচ বছরের পুত্র আবির। হামলায় প্রাণ হারান তারাও। মারা যান অসম রাইফেলের আরও চার জওয়ান। ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ।
সীমান্তে তাঁর অবদানকে কুর্নিশ জানিয়েছেন সব মহলই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, 'তাঁর আত্মবলিদান কখনই ভোলার নয়।' মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী বিপ্লব ত্রিপাঠির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।