শেষ আপডেট: 6th November 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ছট পুজো। তার আগে বাজারের অবস্থা খারাপ। দুর্গাপুজো, কালীপুজো শেষ হয়ে গেলেও সবজির দাম কমার কোনও ইঙ্গিতই নেই। উল্টে কলকাতার বেশ কয়েকটি বাজারে কাঁচা সবজি অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে।
বেশ কিছুদিন ধরেই টাস্ক ফোর্সের কাছে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বাজারের সবজির দাম নিয়ে অভিযোগ আসছিল। স্বাভাবিকের থেকে অনেক বেশি দামে সবজি বিক্রি হচ্ছিল বলে দাবি করা হয়। তবে উৎসবের মরশুমে সবজি থেকে মাছ সমস্ত কিছুর দাম বেশ খানিকটা চড়া থাকলেও পরবর্তীকালে তা আবার কমে যায়। কিন্তু ঘূর্ণিঝড় দানা ফের বাজারের হাল খারাপ করে এবং এখন ছট পুজোর কারণ তা একই রকম রয়েছে।
বর্তমানে বাজারদর কেমন?
এই মুহূর্তে টম্যাটো, পটল, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁরশ ৬০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৮০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা (প্রতি পিস), বাঁধাকপি ৯০ টাকা, পেঁয়াজকলি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা লঙ্কার দাম ১৫০ টাকা কিলো, ধনেপাতা ৩০০ টাকা কিলো!
আলুর দামেও পরিবর্তন এসেছে। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ কিলো দরে, চন্দ্রমুখী পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। পেঁয়াজ আবার ১০০ টাকার কাছাকাছি চলে গেছে। এই মুহূর্তে তার দাম ৮০ থেকে ৯০ টাকার মধ্যে রয়েছে। এদিকে আদা ১০০ টাকা কেজি, রসুন ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির মতো মাছের দামও তুলনামূলক বেড়েছে উৎসব মরসুমে। ইলিশ মাছ ১৫০০ থেকে ২০০০ টাকা, কাতলা মাছ (কাটা) ৪০০ টাকা, কাতলা মাছ (গোটা) ২৫০ টাকা, ভেটকি (গোটা) ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মনে করা হচ্ছে, ভালভাবে শীত না পড়া পর্যন্ত বাজারের এই অবস্থাই থাকবে।