Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরেডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরাআমেরিকায় মিলল ২০ কোটি বছরের উড়ন্ত সরীসৃপের হাড়, ডায়নোসরেরও আগে অস্তিত্ব ছিল 'ভোরের দেবী'র'ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে...' মালয়েশিয়ায় ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নায়িকারবেদ, উপনিষদ আর প্রকৃতি! রাজনীতি থেকে ছুটি নিলে এভাবেই কাটিয়ে দেবধর্মঘট চলাকালীন কর্তব্যরত পুলিশকে চড়, বাম নেত্রী বর্ণনাকে হাজিরার নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে

মার্কাস কাঁদালেন জর্ডনকে! এক ওভারে নিলেন ২৪ রান, দেখুন সেই ঝোড়ো ইনিংস

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লখনউর একানা পিচে ব্যাট করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ব্যাটারদের কাছে। মুম্বই টস জিতে প্রথম ব্যাট করতে পাঠায় লখনউকে। কিন্তু প্রথম থেকেই তৃতীয় ওভারেই পরপর সাজঘরে ফিরে যান দীপক হুডা (৫ রান), প্রেরক মানকড় (০ রান)। এতে

মার্কাস কাঁদালেন জর্ডনকে! এক ওভারে নিলেন ২৪ রান, দেখুন সেই ঝোড়ো ইনিংস

শেষ আপডেট: 17 May 2023 02:52

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লখনউর একানা পিচে ব্যাট করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ব্যাটারদের কাছে। মুম্বই টস জিতে প্রথম ব্যাট করতে পাঠায় লখনউকে। কিন্তু প্রথম থেকেই তৃতীয় ওভারেই পরপর সাজঘরে ফিরে যান দীপক হুডা (৫ রান), প্রেরক মানকড় (০ রান)। এতে মারাত্মক চাপে পড়ে যায় লখনউ। কিন্তু চাপের ম্যাচেও মার্কাস স্তোইনিস (Marcus Stoinis) যে ইনিংস খেলে গেলেন তা এককথায় অনবদ্য!

৪৭ বলে ৮৯ রানের ইনিংস খেলেন মার্কাস। তবে এই গোটা ইনিংসে সবচেয়ে বড় আলোচিত লখনউ ইনিংসের ১৮তম ওভার। ক্রিস জর্ডনের (Chris Jordan) ওভারে বেধড়ক মারেন স্তোইনিস। ৬-০-৪-৪-৬-৪, এক ওভারেই ওঠে ২৪ রান। ১৯ তম ওভারেও বেহরেনডর্ফকে ২টি ছক্কা হাঁকান। আর শেষ ওভারেও ছক্কা মারেন। শেষ তিন ওভারে লখনউ তোলে ৫৪ রান।

সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভার শেষে লখনউ তোলে ১৭৭ রান। যা ওই পিচে জেতার জন্য ভাল স্কোর। শেষ পর্যন্ত ৫ রানে মুম্বইকে হারিয়ে দেয় তারা। মার্কাসের এই ইনিংস দেখে মাঠের মধ্যেই থ হয়ে যান রোহিত শর্মা। সেই ইনিংস দেখে গম্ভীরকেও ডাগআউটে উঠে দাঁড়াতে বাধ্য করেছিল।

কিন্তু ম্যাচের শুরুটা অন্যরকম ছিল। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৭৮ রান ছিল লখনউয়ের। সেখান থেকে বিধ্বংসী ইনিংস খেলেন মার্কাস ও ক্রুণাল পান্ডিয়া। সেটাই শেষ পর্যন্ত কাজে লেগে যায়।

দেখুন ভিডিও---

https://twitter.com/IPL/status/1658498974154887169

সিরাজের বিরিয়ানি, নতুন বাড়িতে মোগলাই ভোজে বিরাট, ডু'প্লেসিস


ভিডিও স্টোরি