শেষ আপডেট: 5th November 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: ছট পুজোর জন্য সার্কুলার রেলের একাধিক ট্রেন বাতিল এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। আবার কিছু ট্রেন নির্দিষ্ট স্টেশন থেকে না ছেড়ে অন্য স্টেশন থেকে ছাড়া হবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এই লাইনের যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গত ৩০ অক্টোবর ছট পুজো নিয়ে কলকাতা পুরসভায় জরুরি বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন রেল, পোর্ট ট্রাস্ট, পিডাবলুডি, দমকল, সিইএসসি, নেভি এবং কলকাতা পুলিশের আধিকারিকরা। সেদিনই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, যে সব ঘাটে ছট পুজোর কাজ হবে সেই চত্বরের রেল চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হল, কোন ট্রেন বাতিল করা হচ্ছে বা কোন ট্রেনের রুট বদল হচ্ছে।
কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনের অনুরোধে ছট পুজোর জন্য আগামী ৭ তারিখ সকাল ৯টা থেকে পরের দিন অর্থাৎ ৮ তারিখ বেলা ৩টে পর্যন্ত সার্কুলার রেলের কিছু ট্রেনের রুট বদল এবং কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
তিনি আশা করছেন, পূর্ব রেলের সঙ্গে সকলে সহযোগিতা করবেন। প্রসঙ্গত, যে লাইনের ট্রেন চলাচলে প্রভাব পড়েছে সেই লাইনে রয়েছে একাধিক ঘাট যেখানে ছটে প্রচুর মানুষ গঙ্গা স্নান করেন।
ছট পুজোতে কোনও ঘাটে এসে যাতে কারও কোনও সমস্যা না হয়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য আগে থেকে যে সব ঘাটে শ্যাওলা বা নোংরা জমে আছে সেগুলি পরিষ্কার করে দেওয়া হবে বলেই আগেই নিশ্চিত করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।