শেষ আপডেট: 7th January 2024 07:53
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথমেই ছুটির দিনে ফের ট্রেন বাতিল। হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে। আর তার জেরেই বাতিল থাকবে বিভিন্ন লাইনের একগুচ্ছ ট্রেন। একইসঙ্গে বেশকিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। আবার সময়সূচিও বদলেছে কিছু ট্রেনের।
রবিবার থেকে হাওড়া ডিভিশনের পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড ইলেকট্রিক ব্যবস্থা সহ রেলের পরিকাঠামোগত কাজ শুরু হতে চলেছে। আর সেই কারণে আজ ৭ জানুয়ারি থেকে ২১ জানুযারি পর্যন্ত হাওড়া শাখার বেশ কিছু ট্রেন বাতিল, সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দিনগুলিতে হাওড়ার বদলে সাতঁরাগাছি থেকে বেশ কিছু ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
আপ লাইনে বাতিল থাকবে
৩৮৩০৩ হাওড়া-মেচেদা লোকাল, ৩৮৪২১ হাওড়া-পাঁশকুড়া লোকাল, ৩৮৪২৫ হাওড়া- পাঁশকুড়া লোকাল, ৩৮৪৩৫ হাওড়া- পাঁশকুড়া লোকাল, ৩৮৪৪১ হাওড়া- পাঁশকুড়া লোকাল, ৩৮৩১৭ হাওড়া- পাঁশকুড়া লোকাল, ৩৮৪৪৯ হাওড়া- পাঁশকুড়া লোকাল, ৩৮৪৫১ হাওড়া- পাঁশকুড়া লোকাল
ডাউন লাইনে বাতিল থাকছে
৩৮৩০৮ মেচেদা- হাওড়া লোকাল, ৩৮৩১২ মেচেদা- হাওড়া লোকাল, ৩৮৪৩৬ পাঁশকুড়া- হাওড়া লোকাল, ৩৮৪৪০ পাঁশকুড়া- হাওড়া লোকাল, ৩৮৪৫০ পাঁশকুড়া- হাওড়া লোকাল, ৩৮৪৫৬ পাঁশকুড়া- হাওড়া লোকাল
সাঁতরাগাছি থেকে যাত্রাপথে বদল হচ্ছে যে সব ট্রেনের
সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে— হাওড়া-পাঁশকুড়া লোকাল (৩৮৪০৩, ৩৮৪০৯, ৩৮৪১৭) এবং হাওড়া-উলুবেড়িয়া লোকাল (৩৮১০৩, ৩৮১০৫)। হাওড়ার বদলে সাতঁরাগাছি স্টেশন পর্যন্ত চলবে মেচেদা-হাওড়া লোকাল (৩৮৩০৬), পাঁশকুড়া-হাওড়া লোকাল (৩৮৪০৮), (৩৮৪১২), (৩৮৪১৪), (৩৮৪১৮) ও (৩৮৪২২), উলুবেড়িয়া-হাওড়া লোকাল (৩৮১০৪), মেদিনীপুর-হাওড়া (৩৮৮০৮), ঘাটশিলা- হাওড়া মেমু এক্সপ্রেস (১৮০৩৪)।
এদিকে রেলের কাজের জন্য আজ রবিবার শিয়ালদা মেইন লাইনেও বেশকিছু ট্রেন বাতিল থাকার কথা ঘোষণা করা হয়েছে। কখনও রেল ট্র্যাকের রক্ষাণাবেক্ষণ, কখনও ওভারহেডের কাজ তো কখনও সাবওয়ের কাজ, নানা কারণে বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদহ স্টেশনে। লোকালের পাশাপাশি অনেক সময়ই বাতিল হয়েছে দূর পাল্লার ট্রেনও। ঘুরপথেও চালানো হয়েছে অনেক ট্রেন। ফলে লাগাতার দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।