শেষ আপডেট: 27th September 2023 08:51
দ্য ওয়াল ব্যুরো: মণিপুর ফের অশান্ত (Manipur Violence)। দুই ছাত্র খুনের ভিডিও ভাইরাল হতেই ফের বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আতঙ্ক গ্রাস করেছে গোটা রাজ্যকে। নানা জায়গায় প্রতিবাদ বিক্ষোভ, অবরোধ চলছে।
খাড়্গের (Kharge attacking Modi) বক্তব্য, মণিপুর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং চলতি পরিস্থিতির জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কংগ্রেস সভাপতি তাঁকে ‘অপদাথ মুখ্যমন্ত্রী’ উল্লেখ করে বলেন, অবিলম্বে ওঁকে সরিয়ে দেওয়া দরকার। খাড়্গের মতে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে না সরিয়ে মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন।
এদিকে, মৈতেই সম্প্রদায়ের দুই ছাত্রের হত্যার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসেছে সিবিআই। তারা মণিপুরের কিছু নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আগে থেকেই তদন্ত চালাচ্ছে। সিবিআইয়ের অধিকর্তা প্রবীণ সুদ তদন্তকারীদের একটি পারদর্শী দলকে সঙ্গে নিয়ে বুধবার ইম্ফল গিয়েছেন। অপহরণ এবং খুনের ঘটনার তদন্তে বিশেষভাবে অভিজ্ঞ তদন্তকারী অফিসারেরা অধিকর্তার সঙ্গে গিয়েছেন।
তিন দিন আগে গোটা মণিপুরে ইন্টারনেট পরিষেবা ফিরিয়েছিল রাজ্য প্রশাসন। তারপরেই ভাইরাল হয় অপহৃত দুই ছাত্রকে হত্যার ভিডিও। ৩ মে গোলমাল শুরুর সময় ছাত্র দুটিকে অপহরণ করা হয়েছিল। অশান্ত রাজ্যটিতে এখনও অনেকে নিখোজ হলে বিভিন্ন সূত্রের খবর। তাদের অপহরণ করা হয়েছে নাকি সংঘর্ষে নিহত হওয়ার পর দেহ লোপাট করে দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: জমি মাফিয়াদের আক্রোশেই তৃণমূলের প্রধানকে শুটআউট, পাটনা থেকে গ্রেফতার 'সুপারি কিলার'