শেষ আপডেট: 26th September 2023 05:38
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে (Manipur) অশান্তি ফের চরম আকার নিয়েছে। মেইতেই সম্প্রদায়ের দুই ছাত্রকে খুনের নৃশংস ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুলাই থেকে নিখোঁজ ছিল ওই দুই পড়ুয়া। নতুন করে ভাইরাল ফটো ও ভিডিওতে দেখা গেছে, কীভাবে অস্ত্রধারী দুই আততায়ী নির্মমভাবে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে তাদের।
নতুন করে ভিডিও ভাইরাল (Manipur) হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। জানা গেছে, মেইতেই সম্প্রদায়ের দুই ছাত্র হিজাম লিন্থোইগাম্বি (১৭) ও ফিজাম হেমজিং (২০) গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিল। তাঁদের খুঁজতে নিখোঁজ ডায়রি করেছিল পরিবার। পুলিশ জানিয়েছে, ওই দুই ছাত্রেরই রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে জঙ্গল থেকে।
পুলিশ জানাচ্ছে, জুলাই মাসে একটি দোকানে তাদের শেষবার দেখা গিয়েছিল। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। এরপর সেই ছাত্রদের আর খোঁজ পাওয়া যায়নি। কারা তাদের অপহরণ করেছে, খুনের সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ চলছে।
উল্লেখ্য, গত শনিবার সশস্ত্র পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক নিজেদের কাছে রাখার অপরাধে আটক করা হয় তাদের। এরপর থেকেই মণিপুরের নানা প্রান্তে ক্ষোভ বাড়তে থাকে। ধৃতদের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে ৪৮ ঘণ্টার বন্ধের ডাক দেয় মেইরা পাইবি-সহ স্থানীয় পাঁচটি ক্লাব। গত সোমবার ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, খুরাই, কংবা, বিষ্ণুপুর, থাউবলের মতো এলাকায় প্রতিবাদ দেখান মেইতেই মহিলারা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।