Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

মণিপুরে ডিজি বদল, শাহের সিদ্ধান্ত কেন মুখ্যমন্ত্রীর জন্যও বিপদ সংকেত

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে মণিপুরে চারদিনের সফর শেষ করে দিল্লি ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুর পুলিশের ডিজি বদলে (Manipur DG changed) দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বর্তমান ডিজি পি ডাইঙ্গেলকে সরিয়ে তাঁর

মণিপুরে ডিজি বদল, শাহের সিদ্ধান্ত কেন মুখ্যমন্ত্রীর জন্যও বিপদ সংকেত

শেষ আপডেট: 1 June 2023 04:39

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে মণিপুরে চারদিনের সফর শেষ করে দিল্লি ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুর পুলিশের ডিজি বদলে (Manipur DG changed) দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

বর্তমান ডিজি পি ডাইঙ্গেলকে সরিয়ে তাঁর জায়গায় দিল্লি থেকে পাঠানো হল রাজীব সিংহকে। তিনি আধা সেনা সিআরপিএফের দিল্লির সদর দফতরে আইজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। উত্তরভারতীয় এই অফিসার আদতে ত্রিপুরা ক্যাডারের আইপিএস। অর্থাৎ মণিপুরের নতুন ডিজি না রাজ্যের বাসিন্দা, না রাজ্য ক্যাডারের অফিসার। বর্তমান ডিজি ডাইঙ্গেলকে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

অমিত শাহ মণিপুর থেকে দিল্লি ফিরে গিয়ে কেন এই সিদ্ধান্ত নিলেন? প্রশাসনিক মহলের খবর, সাম্প্রতিক হিংসায় ডিজির ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তিনি উপযুক্ত ব্যবস্থা নেননি বা পুলিশকে কাজে লাগাতে পক্ষপাতিত্ব করেছেন, এমন কোনও অভিযোগ নেই। কিন্তু শাহ তাঁকে সরালেন রাজ্যের চলতি পরিস্থিতির কথা বিবেচনা করে।

ডাইঙ্গেল হলেন কুকি জনজাতির গোষ্ঠীর মানুষ। মণিপুরে চলতি সংঘর্ষে এক পক্ষ হল কুকিরা। তারা মূলত পার্বত্য মণিপুরের বাসিন্দা। অপরপক্ষ মইতেইরা হল তুলনামূলকভাবে রাজধানী ইম্ফল এবং লাগোয়া সমতল এলাকার বাসিন্দা। তারা সংখ্যাগরিষ্ঠ এবং আর্থ-সামাজিকভাবে অগ্রবর্তী অংশ।

ওয়াকিবহাল মহলের মতে, অমিত শাহের স্বরাষ্ট্র দফতর রাজ্য পুলিশের মাথায় এমন একজন অফিসারকে বসালো যিনি রাজ্যের বাসিন্দাই নন। ফলে নতুন ডিজিকে নিয়ে মইতেই এবং কুকি, কোনও সম্প্রদায়েরই সমস্যা হওয়ার কথা নয়।

ডিজি বদলের এই সমীকরণ চিন্তায় ফেলেছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং’কে। তিনি মইতেই সম্প্রদায়ের মানুষ। সাম্প্রতিক গোলমালের আগে থেকেই বিজেপির কুকি বিধায়কেরা তাঁর কাজকর্মের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। শুধু কুকিরাই নন, বীরেনের নিজের সম্প্রদায় মইতেই বিধায়কদের মধ্যেও মুখ্যমন্ত্রীর কাজকর্ম নিয়ে অসন্তোষ আছে। মাস দুই আগে বিজেপির ছয়জন বিধায়ক সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁরা সকলেই মইতেই সম্প্রদায়ের।

তবে বীরেনকে সরানো হলে তাঁর জায়গায় কুকিদের কাউকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী করা হবে মইতেই সম্প্রদায়েরই কোনও বিধায়ককে। সেই দৌড়ে এগিয়ে আছেন থোকহম রাধেশ্যাম সিং। তিনি মাস কয়েক আগেও মুখ্যমন্ত্রী বীরেনের উপদেষ্টা ছিলেন। সেই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিদ্রোহী বিধায়কদের নিয়ে দিল্লি গিয়ে জেপি নাড্ডা, অমিত শাহদের রাজ্যের পরিস্থিতি এবং বীরেনের বিরুদ্ধে নালিশ জানিয়ে আসেন। তারপর ৩ মে-র গোলমালের সূত্রপাত হয়েছে। যা এখনও পুরোপুরি থামানো যায়নি।

মণিপুর সফরে অমিত শাহ পনেরো দিনের হিংসা বিরতির ডাক দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, এই পনেরো দিন মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনেরও অগ্নিপরীক্ষা। প্রশাসন হিংসা থামাতে কতটা সক্ষম সেদিকেও নজর রাখবে দিল্লি। গোলমাল শুরুর পরই কেন্দ্র কুলদীপ সিং নামে আধা সেনার এক কর্তাকে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করে। এবার ডিজির দায়িত্বেও ভিন রাজ্যের অফিসারকে পাঠানো হল।

মণিপুরে শান্তি না ফেরালে পদক ফিরিয়ে দেব, কেন্দ্রকে হুঁশিয়ারি মীরাবাঈদের


ভিডিও স্টোরি