শেষ আপডেট: 21st May 2023 03:51
দ্য ওয়াল ব্যুরো: সর্বকালের সর্বশ্রেষ্ঠ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে নীল ম্যাঞ্চেস্টার। ফের ইংলিশ প্রিমিয়ার লগ জিতল ম্যাঞ্চেস্টার সিটি। শেষ ছ’টি মরশুমে এ নিয়ে পাঁচটি ইপিএল জিতল তারা (Manchester City win Premier League title for fifth time in six seasons)। যদিও রবিবার তাদের শেষ ম্যাচ বাকি রয়েছে। ঘরের মাঠে সিটি নামবে চেলসির বিরুদ্ধে।
শনিবার ইপিএলে আর্সেনাল নেমেছিল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। আর্সেনাল যদি ড্রও করত তাহলে সিটি বনাম চেলসি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হত। কিন্তু তা আর করতে হল না। আর্সেনাল দুর্বল নটিংহ্যামের বিরুদ্ধে ০-১ গোলে হেরে বসেছে।
শুরু থেকেই এবার সিটি দুরন্ত ছন্দে ছিল। তবে মাঝে বিশ্বকাপের জন্য থমকে গিয়েছিল। অনেকের আশঙ্কা ছিল, ছন্দ নষ্ট হতে পারে। তবে কাতার বিশ্বকাপ শেষে ফের যখন ইপিএল শুরু হয় দেখা যায় গুয়ার্দিওলার দল দানবীয় ফর্মেই শুরু করেছে।
তবে এরমধ্যে অনেক ঝক্কিও পোহাতে হয়েছে সিটিকে। গত ফেব্রুয়ারিতে ইপিএল কর্তৃপক্ষ সিটির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিল। তার এখনও ফয়সালা হয়নি। তারমধ্যেই ইপিএল ঢুকল নীল ম্যাঞ্চেস্টারের ঘরে। রবিবার শেষ ম্যাচে চেলসির বিরুদ্ধে টেনশনমুক্ত হয়ে নামতে পারবেন গুয়ার্দিওলার ছেলেরা।
প্লে-অফ অঙ্ক: ধোনিদের মুখোমুখি হার্দিকরা, টিকিট পেল লখনউ, কঠিন লড়াই কোহলির