শেষ আপডেট: 24th September 2023 07:25
দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থীর (Ganesh chaturthi) অনুষ্ঠানে বোরখা পরে এসে নাচছিলেন এক যুবক (Man wearing burqa)। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। তবে সফল হলেন না। বোরখা পরিহিত অবস্থায় তাঁর উদ্দাম নাচানাচির ভিডিও ভাইরাল হতেই পুলিশ গ্রেফতার করল তাঁকে।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভেলোর (Vellore) পুলিশের একটি দল। জানা যায়, বোরখা পরা ওই যুবকের নাম অরুণ কুমার। তাঁর বাড়ি বিরুথামপাত্তু এলাকায়। এই ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অরুণ কুমারকে। পুলিশের অনুমান, অরুণ একা নয়, ঘটনায় আরও কেউ জড়িত ছিল।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে, কেউ অহেতুক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে বা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও! ছুটির দিনে মর্মান্তিক ঘটনা