শেষ আপডেট: 26th October 2021 08:51
দ্য ওয়াল ব্যুরো: কোবরা বিষে (Cobra) মৃত্যু! অভিনব কায়দায় খুনের ছক কষে জীবন বিমার (Life Insurance) টাকা আদায়ের চেষ্টা চালিয়েছিল এক মহারাষ্ট্রবাসী। নিজের নামের জীবন বিমার টাকা আদায়ের জন্য এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের আহমেদনগরের এক বাসিন্দার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর অভিনব কৌশলের খুনের ছক কষেছিলেন প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে। ৫৪ বছর বয়সি প্রভাকর দীর্ঘদিন আমেরিকায় বাস করতেন। গত জানুয়ারি মাসে দেশে ফিরে মহারাষ্ট্রের আহমেদনগরে বাস শুরু করেন তিনি। তারপরই আমেরিকার এক জীবন বিমা কোম্পানি থেকে তাঁর নামের সাড়ে ৩৭ কোটি টাকা আদায়ের ছক কষতে থাকে। পরিকল্পনার ফলস্বরূপ কোবরার বিষের আইডিয়া মাথায় আসে তার। যেমন ভাবা তেমন কাজ। এই কোবরা বিষ দিয়ে এক ব্যক্তিকে খুন করে, নিজের নামে চালানোর চেষ্টা করে প্রভাকর। গত এপ্রিল মাসে স্থানীয় হাসপাতাল থেকে রাজুর থানায় খবর আসে কোবরার ছোবলে প্রভাকরবাবুর মৃত্যুর কথা। পুলিশ সূত্রে আরও খবর, সেইসময় তদন্তে নেমে জানা যায় প্রভাকরবাবু ভাগ্নের পরিচয়ে প্রবীণ নামে ব্যক্তি মৃতদেহকে প্রভাকরবাবু হিসেবে শনাক্ত করেন। রাজুর এক স্থানীয়ও একই শনাক্ত করে। ফলে প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরকে মৃত বলেই ঘোষণা করে হাসপাতাল ও পুলিশ। আরও পড়ুনঃ আপত্তিকর ছবি প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, রাজধানীতে গ্রেফতার ৫ এরপরই প্রভাকরবাবুর পরিবারের তরফে জীবববিমার টাকা চাওয়া হয় আমেরিকার ওই কোম্পানির কাছে। কিন্তু জীবনবিমার ওই টাকা দেওয়ার আগে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় পুলিশের কাছে তদন্তের দাবি জানায়। তদন্তে নামার পরই সামনে আসে প্রভাকরবাবুর এই অভিনব ছক। পুলিশ জানায় যে, স্থানীয়দের কাছে খোঁজখবর করে জানা যায় যে কোনও রকম সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে প্রভাকরবাবুর বাড়িতে একটি অ্যামবুলেন্সকে আসতে দেখছে বলে জানায়। সন্দেহ হয় পুলিশের। তখনই যে স্থানীয় প্রভাকরবাবুকে মৃত বলে শনাক্ত করেছিলেন তার খোঁজ চালায় পুলিশ। তার থেকে জানা যায় প্রবীণ নাকি করোনায় মারা গেছে! সন্দেহ আরও বদ্ধমূল হয় পুলিশের। প্রভাকরবাবুর আত্মীয়র সন্ধান শুরু করে পুলিশ। সেখান থেকে প্রভাকরবাবুর ফোন নম্বর জোগাড় করে ট্র্যাক করা শুরু করে। আর তাতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরে জীবিত। পুলিশ আরও জানতে পারে, সেইসময় প্রভাকরের মৃতদেহ হিসেবে যার কথা বলা হয়েছিল তাঁর নাম নাবন্থ যশবন্ত আনাপ নামে বছর ৫০ এর এক ব্যক্তি। একই এলাকায় প্রভাকরের সঙ্গে বাস করত তিনি। ঘটনার দিন প্রভাকর জোর করে ডেকে পাঠায় আনাপকে। সেখানেই তাঁকে অজ্ঞান করে পায়ে কোবরা বিষ দেওয়া হয়। এই ষড়যন্ত্রের পেছনে থাকা প্রভাকর ভিমাজি ওয়াঘচৌরকে গ্রেফতার করেন পুলিশ। সঙ্গে আরও চারজন যাঁরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাঁদেরকেও গ্রেফতার করা হয়। জানা গেছে, তাদেরকে ৩৫ লাখ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল প্রভাকর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'