শেষ আপডেট: 19th September 2021 04:50
মা উড়ালপুল থেকে আচমকা ঝাঁপ, মৃত্যু রিয়েল এস্টেট ব্যবসায়ীর
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল মা উড়ালপুলে (Maa Flyover)। সকাল তখন ৭টা হবে। মিলন মেলা গেটের কাছে এক প্রৌঢ় আচমকা উড়ালপুল থেকে ঝাঁপ দেন। ঘটনা দেখে ছুটে আসেন লোকজন। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তির বয়স ৫০-৫২ বছর হবে। মোটরবাইক নিয়ে এসেছিলেন। মিলন মেলা গেটের কাছে বাইক রেখে, মাথার হেলমেট খুলে আচমকাই তিনি ঝাঁপ দেন। এত দ্রুত এই ঘটনা ঘটে যায় যে কেউ তাঁকে ধরার সময় পাননি। প্রৌঢ়কে ঝাঁপ নিয়ে নীচে পড়তে দেখে সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে উদ্ধার করে। ওই প্রৌঢ়ের রিয়েল এস্টেটের ব্যবসা আছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যবসায় মন্দার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত করছে প্রগতি ময়দান থানার পুলিশ। দু'দিন আগেই সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে গেছে। এক বন্ধুর বাইক থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হয়েছে ১৭ বছরের এক কিশোরের। উড়ালপুল দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। ব্রিজ থেকে ঝুলে কোনওমতে নিজেকে বাঁচায় চালক, কিন্তু পিছনে বসা কিশোর ছিটকে নীচে পড়ে যান। পুলিশ জানায়, কিশোরের মাথায় হেলমেট ছিল না, তাছাড়া সে মত্ত অবস্থায় ছিল। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'