শেষ আপডেট: 15th August 2022 02:50
দ্য ওয়াল ব্যুরো: ডিভোর্সের শুনানি চলাকালীনই কোর্টের মধ্যে স্ত্রীর গলায় (Wife's Throat) ছুরি (Man Slits) চালিয়ে দিল স্বামী। কর্নাটক কোর্টের (Karnataka Court) ভিতরের এই ঘটনায় অবাক প্রত্যক্ষদর্শীরা। ছুরি চালানোর পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে সাধারণ লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আক্রান্ত মহিলাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ডিভোর্স কেস ফাইল করার পর সেদিন কোর্টে সমঝোতা চলছিল। আলাদা হওয়ার আগে আরও কিছুদিন একসঙ্গে থেকে তবেই সিদ্ধান্ত নেওয়ার নিদান দিচ্ছিল কোর্ট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবকুমার নামে ওই ব্যক্তি স্ত্রীকে ধাওয়া করে কোর্টের বাথরুম পর্যন্ত যায়। তারপর সেখানেই ছুরি মেরে পালানোর চেষ্টা করে। সেখান থেকেই পুলিশ ধরে তাকে।
প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ায় আক্রান্ত মহিলাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
শিবকুমারের উপর খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।