শেষ আপডেট: 26th November 2018 07:37
স্ত্রীকে সন্দেহ, ৬ মাসের শিশুর গলা চিরে ফেলল ব্যক্তি
দ্য ওয়াল ব্যুরো: জন্ম হওয়া শিশু তার নয়, এই নিয়েই স্ত্রীয়ের সঙ্গে বচসা শুরু হয়। কোলের শিশুটি তখন কাঁদছে। স্ত্রীকে সন্দেহ করে শিশুর উপর হামলা চালাল ব্যক্তি। ছুড়ি দিয়ে শিশুর গলা, হাত চিরে ফেলে সে। মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদের। অভিযুক্ত বাবা জাইদকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজগিরে ৭০ ফুট উঁচু বুদ্ধমূর্তির আবরণ উন্মোচন নীতীশের
জেরার মুখে দোষ স্বীকার করেছে জাইদ। স্ত্রীকে সন্দেহ করত সে। প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীয়ের সম্পর্ক ছিল বলে দাবি। রবিবার রাতে এই নিয়েই স্বামী-স্ত্রীর বচসা শুরু হয়। ৬ মাসের সদ্যজাত মেয়ে তার নয় বলেও দাবি করে জাইদ। বচসা হাতাহাতিতে পৌঁছয়। ছুড়ি দিয়ে প্রথমে স্ত্রী, পরে শিশুর উপর হামলা চালায় সে। শিশুর হাত, গলা গুরুতর জখম হয়।
জাইদ জানাচ্ছে, প্রতিবেশীরা তার স্ত্রীয়ের সঙ্গে এলাকার যুবকের সম্পর্কের কথা জানত। জন্ম নেওয়া শিশু যে তার নয়, তা এলাকাতেই রটেছে। শুধুমাত্র সেই রটনার জেরেই শিশুর উপর অমানবিক হামলা চালায় জাইদ। রক্তাক্ত শিশুর চিকিৎসা চলছে, অবস্থা আশঙ্কাজনক। ছুড়ির আঘাতে আহত শিশুর মা-ও। ঘটনার তদন্তে পুলিশ।