শেষ আপডেট: 27th January 2025 21:49
দ্য ওয়াল ব্যুরো: সোমবার পশ্চিমবঙ্গের ভাঙড় এলাকায় গুলির ঘটনা ঘটেছে। গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, রাস্তার ধারে বাইকে বসে থাকা জাহির মোল্লা নামে ৩০ বছর বয়সী যুবক গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে চিত্তরঞ্জন সেবাসদনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হামলাকারী বা হামলার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ঘটনার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্কের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
জাহির মোল্লার বাড়ি জীবনতলা থানা এলাকায় হলেও বর্তমানে ভোঝেরহাটের ভাঁটিপোতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এলাকাটি বেশ শান্ত ছিল এবং এমন ধরনের হামলার কোনও পূর্বসূত্র ছিল না।
এই ঘটনার পর ভাঙড় এলাকা থেকে শুরু করে পুরো দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, বিশেষ করে মালদহের ইংরেজবাজার ও কালিয়াচক এলাকায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। বজবজের নোদাখালি এলাকায়ও একই ধরনের হামলা ঘটেছিল।
ভাঙড়ের গুলি চালানোর ঘটনায় রাজনীতি বা কোনও রাজনৈতিক যোগসূত্রের প্রমাণ মেলেনি, এটি একটি ব্যক্তিগত বা প্রেমঘটিত সমস্যা হতে পারে বলে পুলিশ মনে করছে। তবে ঘটনাটি পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এসব ঘটনায় ধীরে ধীরে গোটা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।