শেষ আপডেট: 1st October 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগকে সামনে রেখে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রীর অভিযোগের উপযুক্ত তদন্তের আর্জি জানিয়েছেন অধীর।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পুজোর মুখে বানভাসি একাধিক জেলা। না জানিয়ে ডিভিসি জল ছাড়ার ফলেই বন্যা পরিস্থিতি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতার কথায়, "এটা ম্যান মেড বন্যা। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হল।"
এ ব্যাপারে মামলা দায়েরের অনুমতি চেয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেয়নি। বরং পুজোর পর এ ব্যাপারে অধীরকে মামলা দায়েরের প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি।
অধীরের অভিযোগ, নিজেদের গাফিলতি ঢাকতে মুখ্যমন্ত্রী ডিভিসিকে দোষারোপ করছেন। অধীর বলেন, "ডিভিসির বডিতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একজন করে প্রতিনিধি থাকবে, এটা ১৯৮৪ সালের বিবিসির নিয়মে পরিষ্কার উল্লেখ রয়েছে। ফলে ওই বৈঠকে বাংলার প্রতিনিধি না থাকলে তার দায় কেন ডিভিসির হতে যাবে?"
প্রসঙ্গত, না জানিয়ে বাংলায় জল ছাড়ার অভিযোগে মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরই ডিভিসির কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলার প্রতিনিধি। অধীরের মতে, "সাধারণ মানুষের স্বার্থে ডিভিসি বোর্ডে প্রতিনিধি থাকা প্রয়োজন।" একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগের যথাযথ তদন্ত হওয়াও জরুরি।