শেষ আপডেট: 26th June 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি। তা থেকেই কামড়াকামড়ি! সেই কামড় কাণ্ডের জল এতদূর গড়াল যে সম্পূর্ণ অন্য এক ব্যক্তির হাতে খুন হয়ে গেলেন স্বামী (man killed for protesting)!
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা বাজারে। সূত্রের খবর, আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির স্ত্রী ইয়াসমিনের সঙ্গে নাছির উদ্দিন নামের এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। ঝগড়ার মাঝেই ইয়াসমিনের হাতে কামড়ে দেন নাছির উদ্দিন। এরপরেই স্থানীয় ইউপি সদস্য সোলতান মাহমুদের কাছে নালিশ ঠোকেন ইয়াসমিন। সুলতান দু-পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। সেখানে নাছির উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ার এবং ইয়াসমিনকে সেই টাকা দিয়েও দেন নাছির উদ্দিন।
আসল ঝামেলার সূত্রপাত এর পর। আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের লোকজনকে দেখলেই 'এক কামড়ে ১০ হাজার' বলে টিটকারি মারতে শুরু করে আয়াজ উদ্দিন প্রকাশ আজিজ নামে ২০ বছরের এক যুবক। তা নিয়ে বিচার চাইতে ফের সুলতানের কাছে হাজির হন আনোয়ার হোসেন। শনিবার রাত ১১.৩০ নাগাদ দরবেশকাটা বাজারে দু-পক্ষকে নিয়ে বিচারসভা বসে। সেই সালিশি সভাতেই বচসায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন এবং আয়াজ উদ্দিন প্রকাশ আজিজ।
কথাকাটাকাটি তীব্র আকার ধারণ করতেই হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে আনোয়ারকে আক্রমণ করে আয়াজ উদ্দিন। তাঁর কোমরে কোপ বসিয়ে দেয় সে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে পল্লী চিকিৎসালয়ে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর জানা গেছে, আনোয়ারের মাথায় এবং কিডনির পাশে গভীর আঘাতের চিহ্ন মিলেছে। সেগুলির কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
স্বামীর মৃত্যুর পর ইয়াসমিনের দাবি, 'বেশ কয়েক দিন আগে আমার হাতে কামড় দেওয়ার পর বিচার হয়। এরপর থেকে আমার স্বামীকে আয়াজ উদ্দিন পথেঘাটে অপমান করে কথাবার্তা বলে ঠাট্টা করত। মূলত প্রতিবাদ করতে গিয়েই আমার স্বামীকে খুন হতে হয়েছে।'
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ারের পরিবারের তরফে থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে। তবে অভিযুক্তকে ধরার জন্য পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে জানানো হয়েছে।
শারীরিক সম্পর্ক স্থাপন করবে কিনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ১৬ বছরের মেয়ের: মেঘালয় হাইকোর্ট