শেষ আপডেট: 28th May 2023 07:12
দ্য ওয়াল ব্যুরো: 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে!' শোলে সিনেমার এই গান বন্ধুত্বের গান হিসেবে আজও অমর হয়ে আছে। যেখানে জয় আর বীরু বলেছিল, মৃত্যুও আলাদা করতে পারবে না তাদের। বন্ধুর জন্য আত্মত্যাগের নজির এই পৃথিবীতে কম নেই। কিন্তু তাই বলে আক্ষরিক অর্থে প্রাণটুকু বিসর্জন দেওয়া, তা কি সত্যিই সম্ভব? কিন্তু তেমনটাই হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে মৃত বন্ধুর চিতায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন আর এক বন্ধু (man jumps in Friends funeral pyre)।
কিন্তু সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অশোক। তিনি ছিলেন নাগলা খাঙর থানা এলাকার বাসিন্দা। শনিবার সকালেই মৃত্যু হয় ৪২ বছর বয়সি অশোকের। সকাল ১১ টা নাগাদ যমুনা নদীর (Yamuna river) ধারে একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল। সেখানে তখন উপস্থিত ছিলেন আনন্দ (৪০) এবং আরও অনেকে। দাহকার্য যখন প্রায় সমাধা হয়ে এসেছে তখন একে একে বাকিরা শ্মশান থেকে চলে যেতে শুরু করেন। সেই সময় আচমকাই অশোকের জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন আনন্দ।
উপস্থিত লোকজন প্রাথমিকভাবে হতভম্ব হয়ে যান। তারপর সকলে মিলে ছুটে গিয়ে আনন্দকে আগুন থেকে বের করে আনেন। সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর চিকিৎসকরা আগ্রা মেডিকেল কলেজে রেফার করে দেন আনন্দকে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আনন্দের।
শিশারগঞ্জের সার্কেল ইন্সপেক্টর প্রবীণ তিওয়ারি জানিয়েছেন, ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আনন্দের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।