শেষ আপডেট: 24th September 2023 09:19
দ্য ওয়াল ব্যুরো: এ যেন বাস্তবের 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam)!
সঞ্জয় লীলা বনশালীর ব্লকবাস্টার হিট সেই ছবিতে দেখা গিয়েছিল, স্ত্রী এখনও প্রেমিককেই ভালবাসেন জেনে স্বামী স্বেচ্ছায় তাঁকে সেই প্রেমিকের কাছে ফিরিয়ে দিয়ে এসেছিলেন। যদিও শেষ পর্যন্ত স্বামীর ভালবাসা অনুভব করে প্রেমিককে ছেড়ে তাঁর কাছেই ফিরে এসেছিলেন স্ত্রী। এবার বাস্তবেও তেমনই এক ঘটনা ঘটলেও পরিণতি হল একটু ভিন্ন। স্ত্রী পুরনো প্রেমিকের কাছেই ফিরে যেতে চান জানার পর সেই প্রেমিকের সঙ্গেই স্ত্রীর ফের বিয়ে দিলেন স্বামী (man gets wife married to lover)।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলায়। জানা গেছে বিবাহিতা ওই তরুণীর প্রেমিকের নাম আকাশ শাহ। আকাশ বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। তাঁর সঙ্গে গত দু'বছর ধরে সম্পর্কে ছিলেন ওই তরুণী। তবে সম্প্রতি পরিস্থিতির চাপে পড়ে অন্যত্র বিয়ে করতে বাধ্য হন তিনি। কিন্তু বিয়ের পরেও আকাশকেই ভালবেসে গেছেন তিনি। আবার আকাশও ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে।
তাই প্রেমের টানে দেওরিয়াতে ছুটে গিয়েছিলেন তিনি। শুক্রবার রাতে সকলের অলক্ষ্যে তরুণীর শ্বশুরবাড়িতে গিয়ে প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করেন আকাশ। কিন্তু দুর্ভাগ্যক্রমে সকলের চোখে পড়ে যান তাঁরা। এরপরেই তরুণীর শ্বশুরবাড়ির লোকজন আকাশকে ধরে বেধড়ক মারধর করে।
জানা গেছে, দুই পরিবারের সম্মতিতেই বিবাহ সুসম্পন্ন হয়েছে। বিয়ের পর আকাশ যে বাইকে চড়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেই বাইকে করেই স্ত্রীকে তাঁর বর্তমান স্বামীর সঙ্গে নতুন শ্বশুরঘরে পাঠিয়ে দিয়েছেন প্রাক্তন স্বামী।
হিন্দু যুবক বোরখা পরে নাচছিলেন পুজো মণ্ডপে, অশান্তি ছড়ানোই উদ্দেশ্য? গ্রেফতার করল পুলিশ