শেষ আপডেট: 26th September 2023 06:58
দ্য ওয়াল ব্যুরো: চোরের উপর বাটপাড়ি শুনেছেন অনেকেই! কিন্তু খোদ পুলিশ-প্রশাসনের নাকের ডগা দিয়ে তাঁদেরই আটক করা কোটি টাকার গাড়ি নিয়ে যে পালানো সম্ভব, এমনটা কি কেউ কখনও ভেবেছেন? খাস কলকাতা শহরেই ঘটেছে এমন ঘটনা। ১১ লক্ষ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগে একটি বিএমডব্লু (BMW) গাড়িকে আটক করেছিলেন কর্তব্যরত মোটর ভেহিকেল ইন্সপেক্টররা। গাড়িটির চাবিও কেড়ে নিয়েছিলেন তাঁরা। আর তারপরেই বিলাসবহুল সেই গাড়ির চালক পকেট থেকে রিমোট বের করে সকলকে হতভম্ব করে দিয়ে হাওয়ার বেগে গাড়ি ছুটিয়ে পগার পার হয়ে গেল (man fled with seized BMW)!
ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর কলকাতার রুবির মোড়ে। সূত্রের খবর, সেদিন সায়েন্স সিটির (science city) কাছে কর্তব্যরত মোটর ভেহিকেল ইন্সপেক্টররা (এমভিআই) একটি বিএমডব্লু গাড়ি দেখতে পেয়ে চেকিংয়ের জন্য আটকান। কিন্তু এমভিআইদের দেখতে পেয়ে দাঁড়ানো তো দূর, উল্টে গতি বাড়িয়ে ছুটতে শুরু করে সেটির চালক। সেটির পিছনে ধাওয়া করেন এমভিআইরাও। রুবির মোড়ের কাছে গিয়েই গাড়িটিতে ফের ধরে ফেলেন তাঁরা।
এরপর চালকের কাছ থেকে গাড়িটির চাবি নিজেদের কাছে নিয়ে কাগজপত্র পরীক্ষা করে দেখতে শুরু করেন দুই এমভিআই। তাতেই চোখ কপালে ওঠে তাঁদের। দেখা যায়, প্রায় কোটি টাকা দামের বিলাসবহুল গাড়িটির কোনও কাগজই ঠিকঠাক নেই, নেই বিমাও। এছাড়া ২০১৭ থেকে এখনও পর্যন্ত ট্যাক্স বাকি রয়েছে গাড়িটির। ৬ বছরের বকেয়া করের পরিমাণ ১০ লক্ষ ৯৭ হাজার টাকা। এরপরেই কসবা পরিবহণ ভবনে নিয়ে যাওয়া হয় গাড়িটিকে। চালককে বেনিয়াপুকুরের বাসিন্দা কামরান আলম। তাঁকে বলা হয়, বকেয়া কর জমা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে হবে।
বিএমডব্লু সহ বহু বিলাসবহুল গাড়িতেই রিমোট থাকে। যার সাহায্যে চাবি ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালানো যায় গাড়ি। সেই সুযোগই কাজে লাগিয়েছিল ওই গাড়িটির চালক। তা থেকে শিক্ষা নিয়েছেন পরিবহণ দফতরের কর্মীরা। এই ঘটনার পর কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে গাড়িটি লালবাজারের একটি সংস্থার নামে রেজিস্টার্ড থাকলেও পরে সেটি বিক্রি করে দেওয়া হয়। কামরানের খোঁজে তার বেনিয়াপুকুরের বাড়িতে গিয়েছিল পুলিশ। তবে খোঁজ মেলেনি অভিযুক্তের। বরং ঘটনার পর থেকে সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছেন বাড়ির লোকজন। তার ফোনও বন্ধ রয়েছে। ঘটনার ১ সপ্তাহ পরেও এই রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ।
স্বাস্থ্য ভবনের গেটে হঠাৎ শুভেন্দু! ঢুকতে দিল না পুলিশ, বাইরে বিক্ষোভ বিরোধী দলনেতার