শেষ আপডেট: 1st January 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে মারাত্মক ঘটনা বীরভূমের সিউড়িতে। রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। তার মুখের ভিতর চকোলেট বোমা পেয়েছে পুলিশ! তাঁদের প্রাথমিক অনুমান, নিজের মুখে চকোলেট বোমা ফাটিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। বুধবার সকালে লেপমুড়ি দেওয়া রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। কী কারণেই এমন বীভৎস কাণ্ড ঘটাল যুবক, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিউড়ির কলেজপাড়া এলাকার বাসিন্দা সুপ্রিয় দাসের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, তিনি বেশ কয়েক মাস ধরে চাকরির চেষ্টা করছিলেন। কিন্তু পাচ্ছিলেন না। বর্ষবরণের রাতেও কোথাও বেরোননি। বুধবার সকালে অনেকক্ষণ ডাকাডাকির পর ঘর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়া গেলে সন্দেহ হয় বাকিদের। দরজা ঠেলে ঢুকতেই উদ্ধার হয় সুপ্রিয়র লেপমুড়ি দেওয়া দেহ।
লেপের ওপর রক্তের ছাপ দেখেন পরিবারের লোকজন। তারপর লেপ সরাতেই দেখা যায় সুপ্রিয়র মুখ রক্তাক্ত। সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকেন সকলে। পুলিশ এসে সুপ্রিয়র মুখ খুলতেই উদ্ধার করে চকোলেট বোমা! তাঁদের প্রাথমিক অনুমান, ওই বোমা ফাটিয়েই তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন তাঁরা।
প্রথমে যুবকের দেহ দেখে মনে করা হচ্ছিল মোবাইল বা কোনও কোনও যন্ত্র ফেটে মৃত্যু হয়েছে সুপ্রিয়র। এটি নিছকই দুর্ঘটনা। তবে মুখের ভিতর চকোলেট বোমা পাওয়ার পরই ঘটনার মোড় ঘুরে গেছে। কেউ তাঁকে এইভাবে খুন করেছে নাকি এটা আত্মহত্যার ঘটনা, তা নিয়েই ধন্দ বাড়ছে।
যদিও মৃতদেহে আর কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর। তবে পরিবারও বলতে পারছে না ৩০ বছর বয়সি সুপ্রিয় আত্মহত্যা করলে কী কারণে করতে পারেন। তবে মনে করা হচ্ছে, চাকরি না পেয়েই হয়তো তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।