শেষ আপডেট: 8th December 2024 08:50
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শিশুটির আত্মীয়পরিজন ও বাবা জঙ্গলের মধ্যে যুবককে ধরে ফেলেন হাতেনাতে। শিশুটিকে উদ্ধার করে যুবককে গণধোলাই দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আটক করা হয়েছে সেই যুবককে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার রানিপুর গ্রামের ঘটনা। অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে খেলা করার সময় ওই শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা। বহুক্ষণ শিশুটিকে খুঁজে না পাওয়ায়য় নিকটবর্তী জঙ্গলে পৌঁছন শিশুর বাড়ির লোকজন। সেখানেই যবুকটিকে ধরে ফেলেন তাঁরা।
শিশুটিকে তুলে নিয়ে জঙ্গলের ভিতর ঢুকেছিল বলে অভিযোগ। তাঁকে দেখার পর জঙ্গল থেকে বার করে এনে মারধর করা হয়। তারপর গ্রামবাসীরা যুবককে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে উদ্ধারের সময় শিশুটি অচৈতন্য অবস্থায় ছিল। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির লোকজন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।