শেষ আপডেট: 4th February 2023 13:52
দ্য ওয়াল ব্যুরো: বাইক দুর্ঘটনার আসামিকে পুলিশের পেট্রলিং ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানেই আচমকা রাগে অন্ধ হয়ে সামনে বসে থাকা সাব ইনস্পেক্টরের কান কামড়ে ছিঁড়ে নিল যুবক (Man Bites Off Cop's Ear)।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার কেরলের (Kerala) কাসারগোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বাইক দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছিল স্টেনি রড্রিগুয়েজ নামে এক যুবককে। পুলিশের পেট্রোলিং ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে। গাড়ির ভিতর চালকের আসনের পাশেই বসেছিলেন সাব ইনস্পেক্টর বিষ্ণু প্রসাদ। তাঁর ঠিক পিছনেই বসানো হয়েছিল অভিযুক্তকে।
সূত্রের খবর, সেই সময় আচমকাই বিষ্ণু প্রসাদের ডানকানটি কামড়ে ছিড়ে নেয় স্টেনি। ঘটনার ভয়াবহতায় তাজ্জব হয়ে যান সকলে। সঙ্গে সঙ্গে আহত সাব ইনস্পেক্টরকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওই যুবক মত্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
খাবার থেকে জলের মতো পড়ছে তেল! বন্দে ভারতের খাবারের মান নিয়ে শুরু বিতর্ক