শেষ আপডেট: 20th October 2024 09:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে শনিবারও জনতাকে রাজপথে নামতে দেখা গিয়েছে। এমন আবহে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। সম্পর্কে তিনি ওই শিশুটির পাড়াতুতো দাদু।
শিশুটির মায়ের অভিযোগ, বিস্কুটের প্রলোভন দেখিয়ে মেয়ের যৌন নিগ্রহ করেছেন ওই বৃদ্ধ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার ঘটনা। অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে অভিযুক্তকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে।
রবিবার রাতেই কাটোয়া মহকুমা হাসপাতালে শিশুকন্যাটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, ‘‘শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ মিলেছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’’
অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতকে আদালতে হাজির করিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বৃদ্ধ এর আগেও এলাকার এক শিশুর যৌন নিগ্রহ করেছিল বলে অভিযোগ এলাকাবাসীর।