Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তাওবিসি মামলায় জটিলতা অব্যাহত, আবেদনকারীদের সাধারণ ক্যাটাগরিতে ফর্ম ফিলাপের অনুমতি কোর্টেরমদ ছাড়লেন সলমন! প্রেসার চেম্বারে কী করছেন ভাইজান?
Thankurnagar

বড়মার তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার পথে কেঁদে ফেললেন মমতাবালা

"যে ঘরটায় আমি এতদিন থেকে এসেছি, সেই তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করতে হল আমাকে। সম্ভব হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনুর বিরুদ্ধে নালিশ জানাব।"

বড়মার তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার পথে কেঁদে ফেললেন মমতাবালা

শেষ আপডেট: 9 April 2024 13:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে গেলেন মমতাবালা ঠাকুর। চোখে জল। জানালেন, সুযোগ পেলে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনুর বিরুদ্ধে নালিশ জানাবেন তিনি। 

রাজ্যসভায় শপথ নেওয়ার জন্য ঠাকুরবাড়ি থেকে রওনা হওয়ার সময় আবেগতাড়িত মমতা ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন, "মতুয়া সমাজের প্রথম নারী হিসেবে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার সময় নিজের ঘর থেকে যেতে পারলাম না । বড়মার তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করে যেতে হচ্ছে।  ভিক্ষা চেয়ে পুলিশের সহযোগিতায় ঘরে ঢুকে নিজের জিনিসপত্র নিতে হয়েছে। এ কোন সমাজে বাস করি!"

মমতা ঠাকুর জানিয়েছেন, তাঁর জীবনের সবথেকে বেদনাদায়ক দিন। বললেন, "যে ঘরটায় আমি এতদিন থেকে এসেছি, সেই তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করতে হল আমাকে। সম্ভব হলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শান্তনুর বিরুদ্ধে নালিশ জানাব।"

এ কথা কানে যেতেই তীব্র ভাষায় আক্রমণ শানালেন শান্তনু। তিনি বলেন, "মমতা ঠাকুরের নিজের কর্মের ফল। কেঁদে কোনও লাভ নেই। ওঁর কর্মকাণ্ড আগামীতে সামনে আসবে । প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও জানেন উনি কেমন নাটক করতে পারেন। "

মতুয়া মহাসঙ্ঘের নিয়ন্ত্রণ মমতাবালা ঠাকুর নাকি শান্তনু ঠাকুর, কার হাতে থাকবে তা নিয়ে পরিবারের অন্দরে বিবাদ দীর্ঘদিনের। শান্তনুর বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আরও চাঞ্চল্য সৃষ্টি হয়। বড়মার ঘর দখল নিয়ে রবিবার বিকেল থেকে নতুন করে তেতে ওঠে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। পরিস্থিতি এতটাই অপ্রীতিকর হয়ে ওঠে,  মন্দির প্রাঙ্গনে রীতিমতো ক্ষোভ উগরে দেন ভক্তরাও।


ভিডিও স্টোরি