Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
যুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানেরওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়ি
Mamatabala Thakur

মতুয়া মহাসঙ্ঘের অ্যাকাউন্টে 'বেআইনি' টাকা জমা করার অভিযোগ, ডিজিকে চিঠি দিলেন মমতাবালা

বাংলায় দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এবার মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা পড়ার অভিযোগ উঠল।

মতুয়া মহাসঙ্ঘের অ্যাকাউন্টে 'বেআইনি' টাকা জমা করার অভিযোগ, ডিজিকে চিঠি দিলেন মমতাবালা

শেষ আপডেট: 4 March 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এবার মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা পড়ার অভিযোগ উঠল। সেই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। এই নিয়ে তিনি রাজ্যের ডিজি রাজীব কুমারকেও চিঠি দিয়েছেন বলে জানান। 

মমতাবালার দাবি, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ ভাবে বিপুল অর্থ জমা পড়েছে বলে তিনি সম্প্রতি জানতে পেরেছেন। সেই অর্থের পরিমাণ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলেও অনুমান। সেই প্রেক্ষিতেই মমতাবালা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়ে এই ঘটনার তদন্ত করার আর্জি জানিয়েছেন। কীভাবে এত টাকা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল সেটাই জানতে চান মমতাবালা। 

তৃণমূলের সাংসদের কথায়, প্রয়াত বীণাপাণি দেবী ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর দায়িত্ব তাঁকে দিয়ে গেছেন। ‘ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন’ আইন অনুযায়ী তাদের একটি দফতরও রয়েছে শহরে। সম্প্রতি আয়কর রিটার্নের হিসেব জমা দেওয়ার সময় এই বিপুল অর্থের হদিশ মিলেছে ওই অ্যাকাউন্টে। সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন মমতাবালা ঠাকুর। সেই বৈঠক থেকেই তিনি এই বিষয় নিয়ে তথ্য প্রকাশ্যে আনবেন বলে ইঙ্গিত দিয়েছেন। 

বনগাঁর ঠাকুর পরিবারের মধ্যে বিবাদ নতুন কিছু নয়। একদিকে প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালা, যিনি তৃণমূলের প্রতিনিধি। অন্যদিকে রাজ্যের প্রাক্তন ত্রাণ ও উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তাঁর দুই পুত্র। যারা আবার বিজেপির সঙ্গে যুক্ত। মতুয়া মহাসঙ্ঘের 'উত্তরাধিকার' ইস্যু নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব বর্তমান। তারপরে রয়েছে ভোটের অঙ্ক। আসন্ন নির্বাচনে মতুয়ারা সমর্থন পেতে সচেষ্ট সব দলই। তার আগে মমতাবালার এই অভিযোগ ভোটের লড়াইকে যে আরও উত্তেজক করে দিল তা বলাই বাহুল্য। 


ভিডিও স্টোরি