শেষ আপডেট: 2nd October 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারই পুজোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারও তার অন্যথা হল না।
এবারের পুজোয় মোট ১০টি গান লিখলেন তৃণমূল নেত্রী। এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দেবীপক্ষ শুরু হচ্ছে, মা সবাইকে ভাল রাখুন। সবাইকে সুস্থ রাখুন।
মমতা জানান, এবারের পুজোয় তাঁর ১০টি গান প্রকাশিত হল। খানিক থেমে নিজেই জানান, এখনও পর্যন্ত তাঁর ১৩০টি গান প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি প্রকল্পের গান।
মুখ্যমন্ত্রীর কথায়, "সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমি একটা করে গান লিখি। সেগুলো বাদ দিয়ে সংখ্যাটা ১৩০।"
পুজোর শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে কো-অর্ডিনেট করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সকলকে বলব, পুজোর সময় ভিড়ের মধ্যে শিশু, প্রবীণ এবং মা-বোনেদের দিকে বাড়তি খেয়াল রাখবেন।