শেষ আপডেট: 10th January 2025 07:48
দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রথম এনজি ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেলের পথ চলা শুরু হচ্ছে বাংলায়। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে মিলেনিয়াম পার্ক থেকে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিদ্যুৎ পরিচালিত এই ভেসেল তৈরিতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। এ ব্যাপারে বুধবার রাতে টেলিফোনে দ্য ওয়ালকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "পরিবেশ দূষণ কমাতে বিশেষভাবে সাহায্য করবে বিদ্যুৎ চালিত এই ভেসেল। এর ফলে যাত্রীরা যেমন আরও বেশি সুরক্ষিত হবেন তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।"
পরিবহণ দফতর সূত্রের খবর, এই লঞ্চ তৈরি করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। এই ই-ভেসেলটিতে এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে। এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী নেওয়া হবে। মিলেনিয়াম পার্ক থেকে বেলুড় মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ইলেকট্রনিক ফেরি ভেসেলটি।
পরিবহণ দফতরের এক কর্তা বলেন, "১৫০ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন একটি লঞ্চ চালাতে ঘণ্টায় ১০ লিটার ডিজেল খরচ হয়। সেখানে ইলেকট্রিক ব্যাটারি চালিত এই ভেসেল দু ঘণ্টা পর্যন্ত বা ৩০ কিমি পথ একটানা চলতে পারবে।"
পরিবহণ মন্ত্রী জানান, আগামী দিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২ টি বার্জ চালানো হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
এই মুহূর্তে রাজ্যের ৩৭টি ডিজেল চালিত লঞ্চ আছে। পরিবেশের কথা ভেবে আগামী দিনে ডিজেল চালিত লঞ্চ কমিয়ে বিদ্যুৎ চালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্যের। এর ফলে একদিকে যেমন জ্বালানি খরচ বাঁচবে, তেমনি দূষণ কমবে বলেই দাবি পরিবহণ মন্ত্রকের।
হাওড়া ছাড়াও হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ অন্যান্য জেলার বিভিন্ন ঘাটে লঞ্চ পরিষেবা রয়েছে। পরিবহণ মন্ত্রক সূত্রের খবর, আগামী দিনে বাকি জেলাতেও ই-ভেসেল চালানোর পরিকল্পনা রয়েছে।