শেষ আপডেট: 28th March 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: শান্তনু ঠাকুর নয়, মতুয়া মহাসঙ্ঘের মেলা করবে পারবেন একমাত্র মমতাবালা ঠাকুর। মেলা নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
একই সঙ্গে আদালতের তরফে পুলিশকে মেলার নিরাপত্তা সামলানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, মেলায় গন্ডগোল পাকাতে এলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
ঘটনার সূত্রপাত, ফি-বছর ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের তরফে মেলার অনুমতি দেওয়া হয়। এবারে সম্পত্তি নিয়ে মতুয়া পরিবারের দু'পক্ষের বিবাদের জেরে মেলা হবে কিনা, তা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।
প্রায় ৬২ বছর আগের বাতিল হয়ে যাওয়া আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামীদের ঠাকুর নগরের মতুয়া উৎসবের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছিল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিরুদ্ধে।
ওই মামলায় দু'পক্ষের সওয়াল জবাবের পর জেলা পরিষদের অনুমতি বাতিল করে আদালত জানিয়েছিল, ১৯৭৩ সালে রাজ্য পঞ্চায়েত আইন আসার পর ১৯৬৩ সালের জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে গেছে। তারপরেও জেলা পরিষদের আইনকে দেখিয়ে একপক্ষকে অনুমতি দিয়েছে জেলা পরিষদ।
এরপরই মতুয়া সঙ্ঘের অধিকার নিয়ে নতুন করে দুপক্ষকে জেলা পরিষদের কাছে আবেদন জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আদালত জানিয়েছে, দু'পক্ষের আবেদন খতিয়ে দেখে জেলা পরিষদকে সিদ্ধান্ত নিতে হবে। সেই মতো জেলা পরিষদের তরফে মমতাবালা ঠাকুরদেরই মেলা করার অনুমতি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে হাইকোর্টে গিয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার আর্জি খারিজ করে দেয় আদালত। এখন দেখার এ ব্যাপারে শান্তনু ঠাকুর শীর্ষ আদালতের দ্বারস্থ হন কিনা।