শেষ আপডেট: 6th March 2025 21:40
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভূতুড়ে ভোটার (Fake Voter) ধরতে সুব্রত বক্সিকে মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। সেই কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল (TMC) ভবনে ওই কোর কমিটি নিয়ে বৈঠক হয়। সেখানেই প্রায় সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে জেলাওয়াড়ি কাজ পরিচালনার জন্যও কোর কমিটির সদস্যদের এক বা একাধিক জেলার দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু সূত্রের খবর, মমতা আপাতত সেই জেলাভিত্তিক কোর কমিটি করতে মানা করেছেন।
২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি ছিল, ভোটার লিস্ট খতিয়ে দেখার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা গড়িমসি বরদাস্ত করা হবে না। বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই কাজ কতদূর এগোল, কোথায় কোথায় কাজে আরও গতি আনতে হবে, কোন এলাকায় বেশি ভূতুড়ে ভোটারের প্রভাব-এদিনের বৈঠকে এসব নিয়েই মূলত আলোচনা করেন কোর কমিটির সদস্যরা।
বীরভূমের জন্য অবশ্য অনুব্রত মণ্ডলের নেতৃত্বে পৃথক কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বাকি জেলা নিয়ে সেভাবে কোনও আলোচনা শোনা যায়নি। যে কারণে আজকের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল জেলা ভিত্তিক কমিটি গড়া। কিন্তু এখনই মমতা সেই কমিটি নিয়ে মাথা ঘামাতে চাইছেন না বলেই অন্দরের খবর।
বাংলার একই এপিক নম্বরে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে বিহার, মহারাষ্ট্রের মতো বাংলা দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ কাজে বিজেপিকে স্বয়ং নির্বাচন কমিশন সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছিলেন নেত্রী।