শেষ আপডেট: 5th December 2023 20:44
দ্য ওয়াল ব্যুরো: পর্যটন নিগমের ওয়েবসাইট সবে ঘষে মেজে উজ্জ্বল করেছিলেন বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা লোকনাথ বাবা ট্যুরিস্ট সার্কিটের কাজেও হাত দিয়েছিলেন। কিন্তু সে সব পূর্ণতা পাওয়ার আগে সম্প্রতি পর্যটন দফতর থেকে তাঁকে সরিয়ে অচিরাচরিত শক্তি উৎস্য দফতরে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই দফতরে গিয়ে কাজ খুঁজে নিতে গিয়েও বকুনিই জুটল বাবুলের।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, ওই বৈঠকে বাবুলের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "বাবুল তুমি স্কুলে স্কুলে কী সব সোলার সিস্টেম লাগাচ্ছো শুনলাম! এটা নিয়ে আমাকে একবার জানাবে তো!"
অর্থাৎ বাবুল যে সোলার সিস্টেম লাগানোর প্রকল্পে হাত দিয়েছেন, সে কথা মুখ্যমন্ত্রীরই গোচরে ছিল না। এমনিতে রাজ্যে অর্থ সংকট তীব্র। স্কুলে পরিকাঠামো ক্ষেত্র আরও অনেক রকম চাহিদা ও অগ্রাধিকার রয়েছে। নবান্ন সূত্রের মতে, রাজ্যের অর্থ সংকট রয়েছে। বিক্ষিপ্ত ভাবে কিছু স্কুলে সোলার সিস্টেম লাগালে, সব জায়গা থেকেই আবেদন আসতে শুরু করবে। সুতরাং ব্যাপারটা নিয়ে আগাম আলোচনা জরুরি ছিল।
জানা গিয়েছে, বাবুলকে এই প্রশ্ন করার পরই মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে তাকান মুখ্যমন্ত্রী। তার পর জিজ্ঞেস করেন, "এসবে কাজ হয় আদৌ?" তখন অরূপ বলেন, "না তেমন কিছু লাভ হয় না।" মুখ্যসচিবও অরূপের কথায় সম্মতি দিয়ে ঘাড় নাড়েন বলে খবর। এরপর মমতা বাবুলকে ফের বলেন, "এসব তো একটু আমাকে জানাবে।"
এ ব্যাপারে বাবুল সুপ্রিয়কে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি। বাবুলের প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।
বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখন রাজ্য রাজনীতিতে সাড়া পড়ে গিয়েছিল। বাবুলও মাঠ জুড়ে খেলছিলেন। এমনকী তাঁকে ফুটবলের জার্সি পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারের মাঠেও খেলতে দেখা যায়। কিন্তু ইদানীং তেমন আর দেখা যাচ্ছে না।
সম্প্রতি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সন্মিলনীর অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। মঙ্গলবার সন্ধেয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে গান গাইতেও দেখা যায়নি বাবুলকে। সব মিলিয়ে সময় যেন ভাল যাচ্ছে না তাঁর।