শেষ আপডেট: 12th March 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: সরকারিভাবে বুধবারই বসন্ত উৎসবের (Basanta Utsav) আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। এদিন বিকেলে ধনধান্য স্টেডিয়ামে সর্বধর্মের মানুষকে নিয়ে রঙের উৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুরুতে ডান্ডিয়া, পরে ভাঙড়া নাচে পা মেলাতেও দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। সবাইকে দোল ও হোলি উৎসবের জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য। রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়।"
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন এবং সব ধর্মের প্রতিনিধিরা।সেখানে মুখ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্ন কমিউনিটি থেকে এসেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। এই প্রথম কলকাতা পুরসভা এই ধরনের অনুষ্ঠান করল। আমি ওদের বলেছিলাম এই অনুষ্ঠান করতে।
মুখ্যমন্ত্রী জানান, পরের বার থেকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে দোল উৎসব। সেখানে দোলের পাশাপাশি সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উৎসবকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারে
দোল, হোলি এক দিনেই পড়েছে। সেই সঙ্গে রমজান মাস চলছে। আমি আবেদন করব, সবাই একসঙ্গে থাকবেন। আপনি দোল করুন, হোলি করুন।
মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য, সব মানুষের জন্য।
মুখ্যমন্ত্রীর কথায়, "আমরা এই বাংলায় সবাই একসঙ্গে থাকি। আমি এটাই দেখতে ভালোবাসি। সবাই ভাল থাকলে বাংলা ভাল থাকবে। বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে। দেশের জন্য বাংলা খুব গুরুত্বপূর্ণ। আমরা ঝগড়া চাই না, শান্তি চাই।"