শেষ আপডেট: 31st July 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আগামী ৮ অগস্ট ঝাড়গ্রামে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান উপলক্ষে আগামী ৮ ও ৯ অগস্ট জঙ্গলমহলের প্রাণকেন্দ্রে থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সূত্রের খবর, এ দফায় দু'দিনের জেলা সফরে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তাঁর।
২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি। এবারে ঝাড়গ্রাম শুধু তৃণমূলে আস্থা রেখেছে তাই নয়, ১ লাখ ৭৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। প্রসঙ্গত, গত বছর ত্রিস্তর লোকসভা ভোটেও ঝাড়গ্রামে ভাল ফল করেছিল তৃণমূল। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এবারের সফর থেকে জঙ্গলমহল নিয়ে নতুন কী ঘোষণা করেন তা নিয়েও কৌতূহল রয়েছে সব মহলে।
জানা যাচ্ছে, সংগঠনের অন্দরেও কিছু রদবদল করা হতে পারে। প্রসঙ্গত, গত পঞ্চায়েত ভোটের আগেই ঝাড়গ্রামে নেতৃত্ব বদল করেছিল তৃণমূল। বীরবাহা হাঁসদার মতো তরুণ মুখকে সামনে এনে ভাল সাফল্য়ও পেয়েছে দল। সূত্রের খবর, আরও বেশি করে তরুণ মুখকে সামনের সারিতে আনতে চাইছেন নেতৃত্ব।