শেষ আপডেট: 22nd January 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শেষে টানা ১০ দিন জঙ্গলমহল দাপিয়ে বেড়িয়েছিল বাঘিনি জিনাত। তারপরেও ফের একাধিকবার ওড়িশা, ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতরের খবর অনুযায়ী, পুরুলিয়ায় ঝাড়খণ্ড সীমান্তের জঙ্গলে ঘাঁটি গেড়েছে আরও একটি বাঘ। যা নিয়ে রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে এ নিয়ে ফের বড় প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নাম না করে ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্যের প্রতি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ? তোমার বাঘ তুমি সামলাতে পারছো না কেন!"
খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই। মুখ্যমন্ত্রীর কথায়, "ওরা নিশ্চয়ই বাঘকে খেতে দেয় না! তাই তো বাঘ পালিয়ে আসে। আর আমাদের গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হল, ওমনি ওরা ফোন করে- ফেরৎ নেওয়ার জন্য লাফালাফি করতে থাকে! এবার বাঘ এলে ওদের বলবে- তোমাদের লোক পাঠাও!"
এ প্রসঙ্গে আগেই পড়শি রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে মমতা এও বলেছিলেন, "না পারলে বলে দিন, বাঘকে আমরা রেখে দেব!"
একই সঙ্গে হাতির সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "হাতির সংখ্যা বেড়ে গেছে। বারে বারে কেন্দ্রকে জানাচ্ছি। কিন্তু ওরা এবিষয়ে কোনও পদক্ষেপ করছে না।"
উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বন দফতরের একাধিক বাড়াবাড়ি পদক্ষেপের জন্য এলাকার মনাুষ ক্ষুব্ধ বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে স্থানীয় বন কর্তাদের সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কিছুদিন আগে আপনারা একটা বাঘকে ধরলেন, তাদের আমরা ধন্যবাদ জানিয়েছি। ভাল কাজের যেমন প্রশংসা প্রাপ্য তেমনই খারাপ কাজ নিয়ে তো প্রশ্ন উঠবেই। তাই মানুষের সমস্যা হয় এমন কোনও কাজ করবেন না।"