শেষ আপডেট: 26th June 2024 23:10
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণে পর্যুদস্ত হলেও উত্তরবঙ্গে এবারেও বিজেপির জয় জয়কার। তবে কোচবিহার আসনটিতে পরাজিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিক। ৪ জুন ফল প্রকাশের দিনেই যা নিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, "ছোট হোম মিনিস্টারকে হারিয়ে দিয়েছেন কোচবিহারের মানুষ। আগামীদিনে বাকি উত্তরবঙ্গেও মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দেবে।"
এবার কোচবিহার আসনে জয়ের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দরাজ প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে উদয়নের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে সমস্ত জেলা লোকসভায় ভাল ফল করেছে তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইভাবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর-সহ যে জেলাগুলিতে দলের খারাপ ফল হয়েছে সেখানকার মন্ত্রীদের এলাকায় আরও বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আগামী ৭ জুলাই রথ যাত্রা এবং ১১ জুলাই মহরম। উৎসবের দিনগুলিতে মন্ত্রীদের নিজেদের এলাকায় থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "উৎসবের সময় এলাকায় থেকে নজরদারি রাখতে হবে। কেউ যেন জোর করে অশান্তি করতে না পারে।"
সম্প্রতি আগুনে ভস্মীভূত হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যে থাকা হলং বাংলো। এসি থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সরাসরি হলং বাংলোর প্রসঙ্গ না উঠলেও সরকারি বাংলোগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটা পলিসি আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। হলং এর ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এদিন মন্ত্রিসভায় এ-ও সিদ্ধান্ত হয়, যে পরিবেশবন্ধব গাড়ি কিনলে তাঁর তিন বছরের জন্য রোড ট্যাক্স মকুব হবে। আগে এটা দু'বছর ছিল।
প্রসঙ্গত কোচবিহারে এবারে প্রায় ৪০ হাজার ভোটে নিশীথকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের মাস্টারমশাই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।