শেষ আপডেট: 10th February 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: দলীয় শৃঙ্খলা মানতেই হবে। যে মানবে না তাঁকে রেয়াত করার প্রশ্নই নেই। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'অনেকে বার বার ভুল করছে আবার বারবার ক্ষমা চাইছে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অনেকে। বার বার ভুল করলে আর ক্ষমা করা হবে না।"
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। সে প্রসঙ্গ মনে করিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে মন্ত্রী থেকে বিধায়ক সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, দলের অনুমতি ছাড়া কোনও ব্রেফাঁস মন্তব্য করা যাবে না। এ প্রসঙ্গেই বার বার ক্ষমা করা যাবে না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি আইপ্যাক ইস্যুতে দলবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধেও মাঝে মধ্যেই দলবিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে। শৃঙ্খলাভঙ্গের তালিকায় রয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক-মন্ত্রী। সরাসরি কারও নামোল্লেখ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এদিন ওয়ার্নিং দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যে এরপরও না শুধরালে কড়া শাস্তির মুখে পড়তে হবে,. সে মন্ত্রীই হন বা দীর্ঘদিনের বিধায়ক।
ইটাহারে কর্মীদের সঙ্গে বসে ১২/১৪ ঘন্টা জনসংযোগ করেv বিধায়ক মোশারেফ হোসেন। এদিন বৈঠকে একথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওকে দেখে আপনারা শিখুন কীভাবে কর্মীদের সঙ্গে নিয়ে একসঙ্গে চলা যায়।"
আবার জামুরিয়ার বিধায়ক নরেন চট্টোপাধ্যায় ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের নিজেদের ঝামেলায় তো কান পাতা দায়। নিজেদের দ্বন্দ্ব মেটাও।" মালদহের ক্ষেত্রেও সাবিনা ইয়াসমিন ও রহিম বক্সিকে ধমক দিয়ে অবিলম্বে নিজেদের ঝামেলা মেটানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শীঘ্রই যে সংগঠনের অভ্য়ন্তরেই রদবদল হবে তাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর বৈঠকে বিধায়কদের বলেছেন, বিধানসভা এলাকায় দলের বিভিন্ন গণ সংগঠনের প্রতিটি কমিটির জন্য তিন জনের নাম অরুপ বিশ্বাসের কাছে জমা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে। তারপরেই কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিবেন তিনি।
পর্যবেক্ষকদের অনেকের মতে, দলের রাশ যে এখনও তাঁর হাতে এদিন পরিষদীয় দলের বৈঠকে হাবেভাবে সেটাই ফের স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।